Bangla News Dunia , পল্লব : মুসলিম ল বোর্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান জামাল সিদ্দিকির। তাঁর দাবি, নাম পরিবর্তন করা হোক ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর। অন্যথায় এই সংস্থাকে নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন তিনি। ‘মুসলিম ল বোর্ড’ এই নামে সিদ্দিকির মূল আপত্তি ‘বোর্ড’ শব্দে।
আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও
‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নাম পরিবর্তনের জন্য এই সংস্থার প্রধানকে চিঠি লিখেছেন জামাল। চিঠিতে তাঁর অভিযোগ, এই সংস্থা কোনও সরকারি সংস্থা নয়। ফলে এর নামের অর্থও সেভাবে প্রতিফলিত হওয়া উচিৎ। কিন্তু বাস্তবে সংস্থার নাম দেখে মনে হয় সংস্থাটি গোটা দেশের মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে। তবে বাস্তবে এখানে পাসমান্দা সম্প্রদায়ের প্রতিনিধি কার্যত নেই।
পাশাপাশি তিনি আরও বলেন, গোটা দেশের ৮০ শতাংশ মুসলিম পাসমান্দা সম্প্রদায়ের। অথচ এই সংস্থায় তাদের প্রতিনিধি নেই বললেই চলে। ফলে এই সংস্থার কোনও অধিকার নেই নিজেদের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি বলে দাবি করার। #Short News
আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে