Bangla News Dunia, অজয় দাস :- ভারতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৯ ও আক্রান্তের সংখ্যা ৮৯২ এই সংখ্যাটি বর্তমানে খুবই কম বলে মনে করলে ভুল করা হবে। এই ভাইরাস যদি কমিউনিটির মধ্যে ছড়িয়ে পরে তবে এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। বিশেষজ্ঞরা এখন মনে করছেন ভারতে এই ভাইরাস এখন কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়ার খুবই কাছে আছে। কারণ এখন যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে বেশির ভাগের কোনো বিদেশ সফলের ইতিহাস নেই। অথাৎ তারা দেশের মধ্যেই কোনো ব্যাক্তি যিনি বিদেশ থেকে এসেছেন তার মাধ্যমে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতি হলে এই ভাইরাস ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।
[ আরো পড়ুন :- দয়াকরে লক ডাউন পালন করুন , দেশবাসীকে বার্তা দিলেন বিরাট কোলহি ]
এই পরিস্থিতে এই ভাইরাস থেকে বাঁচতে আমাদের শুধু সোশ্যাল ডিসটেন্স মেন্টেন করে চলা দরকার। তবেই মানব জাতিকে বাঁচানো যাবে। আমেরিকায় এই ভাইরাস কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়েছে। তার ফলে এই ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তের তুলনায় আমেরিকায় মৃতের সংখ্যা অনেক কম। এখন পর্যন্ত আমেরিকায় ১৫০০ বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছেন। আমেরিকা সরকার দেশের বিভিন্ন রাজ্যে লক ডাউন ঘোষণা করেছে। ফলে মনেকরা হচ্ছে অবস্থা আসতে আসতে স্বাভাবিক হবে।