মৃত্যুর আগে অবধি কত টাকা পেনশন পেতেন মনমোহন সিং ? অঙ্ক শুনলে আকাশ থেকে পড়বেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতীয় রাজনীতিতে এক অধ্যায়ের সমাপ্তি। প্রয়াত ডক্টর মনমোহন সিং (Manmohan Singh)। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯২। শেষ যাত্রায় জানানো হবে রাষ্ট্রীয় সম্মান। ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান লেখা থাকবে সোনালী হরফে।

প্রয়াত মনমোহন সিং

ভারতীয় রাজনীতির সঙ্গে কয়েক দশক যুক্ত ছিলেন ডক্টর মনমোহন সিং। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত সামলেছিলেন দেশের অর্থমন্ত্রীর পদ। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় নিয়েছিলেন একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ। যার মধ্যে অন্যতম National Rural Employment Guarantee Act এখন যা MGNREGA নামে পরিচিত।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

কত টাকা পেনশন পেতেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মর্যাদা একজন ক্যাবিনেট সদস্যের থেকে কম কিছু নয়। নিয়ম অনুযায়ী মনমোহন সিং তাঁর জীবনের শেষ জীবন পর্যন্ত পেয়েছেন সরকারী সুযোগ সুবিধা। পেয়েছেন পেনশন। তাঁর মৃত্যুর পর সেই পেনশন পাওয়ার দাবিদার মনমোহন সিংয়ের স্ত্রী গুরসাহারন কৌর। পেনশন হিসেবে কতো টাকা পেতেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? এছাড়া আর কী কী সুযোগ সুবিধা পেয়েছিলেন তিনি?

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আজীবন পেয়েছেন বহু সরকারী সুবিধা। যেমন, বিনামূল্যে ট্রেন যাত্রা, বিনামূল্যে বিদ্যুৎ ও জলের পরিষেবা, বিমানের টিকিটে ছাড়, সরকারী হাসপাতালে নিখরচায় চিকিৎসা ইত্যাদি। মনমোহন সিং প্রয়াত হলেও এই সুবিধা এবার থেকে পাবে তাঁর পরিবার, থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর প্রথম বছর তিনি পেয়েছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা (এসপিজি)। এরপর নিরাপত্তা বলয় কমিয়ে রাখা হয়েছিল জেড প্লাস সিকিউরিটি। পিওন, ব্যক্তিগত সহকারী, অফিস পরিচালনার জন্য অতিরিক্ত ৬,০০০ টাকা দেওয়া হয় সরকারের তরফে। সেই সঙ্গে রয়েছে পেনশন। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং পেনশন বাবদ পেয়েছেন মাসিক ২০,০০০ টাকা। এখন এই পেনশনের অর্থ পাবেন তাঁর স্ত্রী গুরসাহারন কৌর।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন