মৃত্যু , অন্তর্ধান নাকি অন্য কোন ঘটনা ? রহস্যের মড়কে নেতাজির অন্তর্ধান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : মৃত্যু, অন্তর্ধান নাকি অন্য কিছু? নেতাজিকে নিয়ে রয়েছেন নানা রহস্য। ভারতের এই বীর সন্তানকে কখনই ভুলবে না ভারতবাসী। গোটা ভারত শ্রদ্ধার সঙ্গে দেশনায়ক বলে। তিনি আজীবন ভারতবাসীর মনে অমর হয়ে থাকবেন। নেতাজির মৃত্যু বা অন্তর্ধান নিয়ে নানান বিতর্ক রয়েছে। বিমান দুর্ঘটনার ৫ দিন পর জাপানের দোমেই নিউজ এজেন্সি থেকে যখন খবরটি প্রচারিত হতে থাকে তখন গোটা বিশ্ব রীতিমত চমকে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় আজাদ হিন্দ ফৌজ যেভাবে শুরু করেছিল, শেষটা সেভাবে হয়নি।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

১৬ই আগস্ট তিনি বিমানে করে সিঙ্গাপুর থেকে টোকিও যাত্রা করেন। আর ১৮ তারিখে তাইহোকুর বিমানে তিনি আরোহী ছিলেন। সেই বিমানটি নাকি দুর্ঘটনায় ভেঙে পড়ে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হতে থাকে। কোথাও লেখা হয়, তিনি লুকিয়েছেন, কোথাও বলা হয় তিনি মারা গেছেন, আবার কোথাও লেখা হয় তিনি রাশিয়ায় চলে গিয়েছেন।

সেই ঘটনায় আহত হয়েছিলেন কর্নেল হাবিবুর রহমান। যার বক্তব্য নিয়ে আরো জলঘোলা হয়। আজও পর্যন্ত বহু মানুষ হাবিবুর রহমানের কথা মানতে পারেন না। বাঙালির কাছে প্রশ্ন রয়ে গিয়েছে, নেতাজি কি আদৌ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ? নাকি পুরোটা ছিল সাজানো একটা ঘটনা! বিমান দুর্ঘটনার পর যেসব তথ্য পাওয়া গিয়েছে তার মধ্যে প্রচুর অসংলগ্নতা রয়েছে।

কর্নেল হাবিবুর রহমান বলেছিলেন, বিমান দুর্ঘটনার পর নেতাজিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নাকি রাত আটটা থেকে মাঝ রাতের মধ্যে কোন এক সময় তাঁর মৃত্যু হয়েছিল। কিন্তু আজও সেই ডেথ সার্টিফিকেট নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে। সার্টিফিকেটে সুভাষচন্দ্র বসুর নাম ছিল না। তার পরিবর্তে এক জাপানি সৈনিকের নাম ছিল। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল হার্ট ফেলিওর।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ইতিহাসের পাতায় জড়িয়ে রয়েছে কর্নেল হাবিবুর রহমানের নাম। নেতাজির শেষ জীবনের তিনি সাক্ষী ছিলেন। বহু সংবাদপত্রে তার বক্তব্য প্রকাশিত হয়েছে। নেতাজি অন্য কোথাও চলে যান তাহলে কোথায় চলে গেলেন? এ নিয়ে যত আলোচনা হবে, সেই আলোচনার কোন শেষ থাকবে না। তারপর নতুন করে শুরু হয় গুমনামী বাবার বিতর্ক। নেতাজি রহস্যের আড়ালেই রয়ে গিয়েছেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন