Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ শনিবার রাজ্যের জাতিগত সংঘাতের জন্য ক্ষমা চাইলেন তিনি ৷ 250 জনেরও বেশি প্রাণ কাড়া, হাজার হাজার মানুষকে গৃহহীন করা ‘হিংসা’র পর প্রথম শান্তির কথা শোনালেন মণিপুরের প্রশানসনিক প্রধান ৷ সমস্ত সম্প্রদায়কে অতীতের হিংসা ভুলে গিয়ে, শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করার জন্য আবেদন করেছেন তিনি ।
বীরেন সিং বলেন, ‘‘গত তিন-চার মাসে রাজ্যে শান্তি রয়েছে ৷ যা আশা দেয় যে নতুন বছরে স্বাভাবিক অবস্থা ফিরবে। রাজ্যে যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত । বহু লোক প্রিয়জনকে হারিয়েছে ৷ অনেককে নিজেদের বাড়ি ছেড়ে যেতে হয়েছে । আমি ক্ষমা চাইছি । কিন্তু গত তিন-চার মাসে শান্তি বজায় রয়েছে ৷ আগামী বছরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ।’’
আরও পড়ুন:– প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? এইভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন
তিনি জানিয়েছেন, 2023 সালের মে মাসে জাতিগত সংঘাত শুরু হওয়ার পর থেকে গত 20 মাসে রাজ্যে গুলি চালানোর ঘটনা কমেছে । মে থেকে অক্টোবর, 2023 পর্যন্ত 408টি গুলি চালানোর ঘটনা রিপোর্ট করা হয়েছে । নভেম্বর 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত, 345টি গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ যেখানে এই বছরের মে থেকে এখন পর্যন্ত 112টি গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ তিনি বলেন, ‘‘লুট হওয়া অস্ত্রের মধ্যে 3 হাজার 112টি উদ্ধার করা হয়েছে এবং 2511টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখনও পর্যন্ত 625 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ মোট এফআইআর নথিভুক্ত হয়েছে 12,047টি । গত বছরের মে থেকে ইম্ফল উপত্যকার মেইতি এবং পার্শ্ববর্তী পাহাড়ের কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত হিংসায় 250 জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার গৃহহীন হয়েছেন ।’’
আরও পড়ুন:– লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক
আরও পড়ুন:– কেটে গিয়েছে ৪০ বছর, এখন পোড়ানো হবে ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য, এতো দেরি কেন ?