Bangla News Dunia, Pallab : কাজের পরিধি আরো বৃদ্ধি করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে টিটাগড় রেল (Titagarh Rail Systems)। এতো দিন রেলের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল এই কোম্পানি। এবার রেলের পাশাপাশি জাহাজ শিল্পেও প্রবেশ করার পথে টিটাগড়। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে করা হয়েছে বড় ঘোষণা।
বড় সিদ্ধান্ত টিটাগড় রেলের
ভারতীয় রেলের বিভিন্ন কাজ করার জন্য বিখ্যাত টিটাগড়। কিন্তু সম্প্রতি সময় বাজারে তাদের শেয়ার পতন লক্ষ্য করা গিয়েছে। এবারের বাজেট ঘোষণার সময়ও টিটাগড় রেলের শেয়ার ছিল নিম্নমুখী। শেয়ার গ্রাফের নিরিখে চলতি বছরের শুরুটা কোম্পানির জন্য খুব একটা ইতিবাচক ছিল না।
আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !
এক রিপোর্ট অনুযায়ী, টিটাগড় রেলের বাজার মূল্য আনুমানিক ১২ হাজার কোটি টাকার। গত এক বছরে কোম্পানির শেয়ার পড়েছিল ১০ শতাংশ। পতন অব্যাহত, চলতি বছর কোম্পানির শেয়ার গ্রাফ প্রায় ১৭ শতাংশ শেয়ার পতনের সাক্ষী থেকেছে।
জাহাজ শিল্পে বিপ্লব আসবে?
এই অবস্থায় নিজেদের ব্যবসার প্রসার ঘটাতে চাইছে কোম্পানি। জাহাজ তৈরি ও তার সঙ্গে যুক্ত আনুষঙ্গিক কাজে নামতে চাইছেন টিটাগড় রেলের কর্তারা। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার কাজ শুরু হয়েছে। জাহাজ তৈরি ও আনুষঙ্গিক ক্ষেত্রে ব্যবসা করার সময় মাজাগন ডক, গার্ডেনরিচ, কোচিন শিপইয়ার্ডের মতো প্রতিষ্ঠিত কোম্পানির সঙ্গে মোকাবিলা করতে হবে টিটাগড় রেল কোম্পানিকে।
জাহাজ তৈরি ব্যবসায় প্রবেশ করার পাশাপাশি রেলের কাজেও নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে সংস্থা। চলতি বছর থেকেই শুরু হচ্ছে কাজ। রেলের আরো বেশি অর্ডার নেওয়ার জন্য নিজেদের তৈরি রাখছে টিটাগড় রেল। অর্ডার পাওয়ার উদ্দেশ্যে কোম্পানিকে দেখা যেতে পারে আরো আগ্রাসী মেজেজা। নিজেদের ওয়াগন ক্যাপাসিটিও বাড়াতে চাইছে কোম্পানি। ২০২৬ অর্থ বর্ষের প্রথম ভাগের মধ্যে নিজেদের কর্মক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে টিটাগড় রেল।
আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি