Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নববর্ষ উদযাপনে মেতেছিল ছাত্রীরা। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারির মধ্যবর্তী রাতে হোস্টেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘ডিজে মিউজিক্যাল নাইটে’র। কিন্তু এই আনন্দ-ফূর্তি মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়। নাচ-গানের মধ্যে একবার কলেজ হোস্টেলের নীচ তলার শৌচাগার ব্যবহার করতে গিয়েছিলেন এক ছাত্রী। গিয়ে দেখেন ভেন্টিলেটরে লাগানো রয়েছে একটি মোবাইল ক্যামেরা। তেলঙ্গনার মেদচাল জেলার এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা।
ছাত্রীদের অভিযোগ, গত তিন মাসে মেয়েদের শৌচাগারে ওই মোবাইল ক্যামেরা রেখে, গোপনে প্রায় ৩০০ ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে। তাদের সন্দেহ এর পিছনে হোস্টেলের কর্মীরা জড়িত। তাদের আরও অভিযোগ, মোবাইল ক্যামেরাটি পাওয়ার পর তারা অবিলম্বে হোস্টেলের মহিলা ওয়ার্ডেনকে জানিয়েছিল। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। এর পরই বুধবার (১ জানুয়ারি) এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও।
আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?
শুধুমাত্র ওই ভিডিয়ো রেকর্ডিং নিয়েই নয়, শিক্ষার্থীদের দাবি ওয়ার্ডেন এবং হোস্টেলের কর্মীদের আচরণও উদ্বেগজনক। তাদের আরও অভিযোগ, হোস্টেলগুলিতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বা তদারকির ব্যবস্থা নেই। রাত্রীবেলাও হোস্টেল প্রাঙ্গণে অবাধে ঘোরাঘুরি করে পুরুষরা। হোস্টেল এবং হোস্টেল কর্মীদের আবাসনের মধ্যে কোনও পাঁচিল বা বেড়া নেই। কলেজ ম্যানেজমেন্টকে এই সমস্যাগুলি জানিয়েও কোনও লাভ হয়নি।
বুধবারের ঘটনার প্রেক্ষিতে, মেদচাল পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে শিক্ষার্থীরা। মেয়েদের শৌচাগারে যারা ভিডিয়ো রেকর্ড করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। পুলিশের পক্ষ থেকে হোস্টেলে কর্মরত ৫ জনকে আটক করে তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের ফোন পরীক্ষা করা হচ্ছে। শিক্ষার্থীদের ৩০০ ভিডিয়ো রেকর্ডের অভিযোগের সত্যতা এখনও পর্যন্ত স্বীকার করেনি পুলিশ।
পুলিশের এক কর্তা বলেছেন, ‘আমাদের মহিলা সাব-ইন্সপেক্টররা এবং অন্যান্য কর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন। ছাত্রীদের একাংশ ওয়ার্ডেন এবং হোস্টেলের কর্মীদের বিরুদ্ধে অবহেলা এবং অসদাচরণের অভিযোগ করেছে। আমরা এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছি। তবে, ভিডিয়ো রেকর্ডের অভিযোগের বিষয়ে এখনও আমাদের কাছে স্পষ্টতা নেই। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।’
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025