Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেয়েদের সাইকেল আলাদা হয়। আলাদা হয় একটি ক্ষেত্রেই। সেটা হল সামনের রড। ছেলেদের সাইকেলে যেমন সামনের রডটি থাকে। যেখানে বসিয়ে আরও একজনকে ডবল ক্যারিও করা যায়, মহিলাদের ক্ষেত্রে সেই রডটি থাকেনা।
আর সেই রড না থাকলে বোঝা যায় ওটা মহিলাদের সাইকেল। কিন্তু কেন থাকেনা এই রড? এজন্য পিছিয়ে যেতে হবে উনবিংশ শতাব্দীতে।
সে সময় মহিলাদের মধ্যে ফ্যাশন ছিল স্কার্ট পরার। এই স্কার্ট পরে সাইকেল চালাতে গেলে শালীনতা রক্ষাও জরুরি হয়। কারণ সামনে রড থাকলে স্কার্ট পরে তার ওপর চড়া বা নামার সময় পা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে।
যা অবশ্যই কাম্য হতে পারেনা। নারীর সম্মান জড়িয়ে থাকে। সামনে রড না থাকলে কিন্তু সহজেই স্কার্ট বাঁচিয়ে সাইকেলে ওঠা বা নামা সম্ভব। এতে কোনও সমস্যাও হয়না।
মেয়েরা সাধারণত দাঁড়ানো সাইকেলে উঠতে বা নামাতে গেলে হ্যান্ডল ও সিটের মাঝের অংশে ঢুকে পড়েন। তারপর সাইকেলে চড়েন। এতে তাঁদের পোশাক জনিত সমস্যা হয়না।
তাই উনবিংশ শতাব্দী থেকেই এই সামনের রড না থাকা মহিলাদের সাইকেলের অন্যতম বৈশিষ্ট্য হয়ে যায়। এখন যা কিন্তু মহিলাদের সাইকেলের একমাত্র বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
এছাড়া মহিলাদের সাইকেলের রং অনেক সময় তা মহিলাদের সাইকেল বলে পরিচিতি তৈরি করে। যেমন গোলাপি রং থাকলে তা নারীদের মানায় বলে মনে করা হয়।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025