Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অসাবধানতাবশতঃ তাঁদের দশ তলার ফ্ল্যাটের দরজা খোলা ছিল। আর সেই সুযোগে সোমবার (৩০ ডিসেম্বর) তাদের ফ্ল্যাটে ঢুকে পড়েছিল এক বন্দুকধারী ব্যক্তি। তাঁর ১৪ বছর বয়সী মেয়ের মাথায় সেই বন্দুকের নল ঠেকিয়ে সে বমূল্যবান জিনিসপত্র বের করে দিতে বলেছিল। না হলে মেয়েকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল। এই প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সেই দুষ্কৃতীকে ধরে ফেললেন সুমেরা শামসি নামে মুম্বইয়ের মাজগাঁওয়ের এক গৃহবধু। তুলে দিলেন পুলিশের হাতে।
বাইকুল্লা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটে সোমবার সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ। বোরখা পরে হাতে বন্দুক নিয়ে সুমেরাদের বাড়িতে ঢুকে পড়েছিল অভিযুক্ত। সেই সময় বাড়িতে সুমেরা, তাঁর মা, তাঁর মেয়ে এবং এক গৃহপরিচারিকা ছিলেন। সুমেরার মেয়ের মথায় বন্দুক ঠেকিয়ে ওই দুষ্কৃতী টাকাপয়সা, গয়না, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিস বের করে দিতে বলেছিল।
সুমেরা শামসি প্রথমে ভেবেছিলেন, কেউ বোধহয় তাঁদের সঙ্গে মজা করছে। কিন্তু, দুষ্কৃতী ক্রমাগত হুমকি দিতে থাকায়, সুমেরা তাকে কথার জাল জড়াতে শুরু করেন। তিনি দুষ্কৃতীকে বলেন, তাঁদের সব মূল্যবান জিনিসপত্র কাছেই অন্য এক বাড়িতে রাখা আছে। তাঁকে সেখানে যেতে দিলে, তিনি সেগুলি নিয়ে আসতে পারেন। এই ভাবে ক্রমাগত দুষ্কৃতীকে কথায় ভুলিয়ে, এক সময় সুযোগ বুঝে, সুমেরা তার হাত থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নেন এবং বাড়ির সকলে মিলে তাকে বেঁধে ফেলেন।
আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল
আরও পড়ুন:– কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল
বোরখা সরিয়ে দেখা যায়, ওই দুষ্কৃতী আর কেউ নয়, তাঁদেরই উপরের ফ্ল্যাটের দীর্ঘদিনের চালক-কাম-কেয়ারটেকার, তরিকুল দালাল। এগারো তলার ফ্ল্যাটে সে ১০ বছর ধরে কাজ করত। মাসে প্রায় ৪০,০০০ টাকা বেতন ছিল তার। সম্প্রতি, ওই বাড়ির কর্তা গুজরাটের কচ্ছে চলে গিয়েছেন। এ দিকে, তরিকুলের বাজারে প্রচুর দেনা ছিল। এই অবস্থায় ডাকাতি করে সে ঋণ মেটানোর সিদ্ধান্ত নেয়।
ওই বাড়িতে দীর্ঘদিন থাকার কারণে, বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদের রোজকার রুটিনও তার জানা ছিল। সে লক্ষ্য করেছিল, সুমেরাদের ফ্ল্যাটের দরজা প্রায়শই খোলা থাকে। তাদের বাড়িতে সন্ধ্যায় বিশেষ লোকও থাকে না। তাই তাদেরকেই নিশানা করেছিল সে। আরও জানা গিয়েছে, তার সঙ্গে যে বন্দুকটি ছিল, সেটি নকল। খেলনা বন্দুক।
বাইকুল্লা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভারতীয় ন্যায় সংহিতা প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে তোলাবাজি, ক্ষতি করার অভিপ্রায়ে কোনও বাড়িতে বেআইনি প্রবেশ, সেই বাড়ির বাসিন্দাদের আক্রমণ বা বন্দি করা এবং সেই সঙ্গে অস্ত্র আইনের অধীনে ভয় দেখানোর অভিযোগে মামলা করা হয়েছে।
আরও পড়ুন:– R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025