Bangla News Dunia, Pallab : নতুন বছর শুরু হলেই ঝামেলা ঝঞ্ঝাট এবং অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না আদানি গোষ্ঠীর (Adani Group)। গত বছর সরকারি বরাত বা টেন্ডার নেওয়া নিয়ে এর আগেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল আমেরিকার আদালতে। অভিযোগ উঠেছিল যে, উচ্চহারে অর্থাৎ বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিলেন আদানিরা।
আরও পড়ুন:– ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান
আদানির গ্লোবাল টেন্ডার বাতিল রাজ্য সরকারের
ভারতীয় শিল্পপতি-সহ মোট সাত জনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও ঘুষ দেওয়ার মামলা দায়ের হয়। এমনকি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি-সহ আরও দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আমেরিকার প্রশাসন। আর সেই আবহে এবার আরও বড় এক বিপদের মুখোমুখি হতে হল আদানি গোষ্ঠীকে। জানা গিয়েছে স্মার্ট মিটার কেনার জন্য গ্লোবাল টেন্ডার বাতিল করেছে তামিলনাড়ু সরকার।
ঘটনাটি কী?
সূত্রের খবর, ২০২৩ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকারের নতুন ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের অধীনে স্মার্ট মিটার সরবরাহ করার জন্য ৪ টি প্যাকেজের আকারে টেন্ডার জারি করা হয়েছিল। আর এই ৪ টি প্যাকেজের ভিত্তিতে বিভিন্ন সংস্থা টেন্ডার পাওয়ার জন্য নিলামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল তামিলনাড়ু রাজ্যে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। রিপোর্ট সূত্রে জানা গিয়েছে আদানি গোষ্ঠীর সংস্থা আদানি এনার্জি সলিউশন লিমিটেডের দেওয়া প্রথম প্যাকেজের ভিত্তিতে চেন্নাই-সহ রাজ্যের মোট ৮ টি জেলায় ৮২ লক্ষ স্মার্ট মিটার বসানোর কথা ছিল।
কিন্তু, এই প্রথম টেন্ডারটি কিছুদিন আগেই অর্থাৎ ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তারিখে বাতিল করা হয়। কারণ কোম্পানিটি একটি উচ্চ মূল্য দাবি করেছিল। বলা হয়েছিল, ফের টেন্ডার জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ বিশদ বিবরণ না দিয়ে রাজ্য সরকার আরও ৩ টি প্যাকেজের টেন্ডারও বাতিল করতে চলেছে বলা জানা গিয়েছে। যার ফলে বিরাট চাপের মুখে পড়েছে আদানি গোষ্ঠীর সংস্থা আদানি এনার্জি সলিউশন লিমিটেড। অর্থাৎ বর্ষবরণের আগেই লোকসানের বড় ধাক্কা খেল গৌতম আদানির সংস্থা আদানি এনার্জি সলিউশন লিমিটেড।
আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025