Bangla News Dunia , পল্লব : আদানি প্রসঙ্গে নীরবতা বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভার ভাষণেও ‘আদানি’ শব্দটি উচ্চারণ করলেন না।এই নিয়ে বিতর্কের আবহে কৌশলে কংগ্রেস-সহ বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন। বললেন, ‘‘বিরোধীদের হাতে কাদা রয়েছে বলেই ছুড়ছেন। যত কাদা ছুড়বেন, ততই পদ্ম ফুটবে।’’
আরও পড়ুন : Big Breaking : কয়েক হাজার চাকরি বাতিল করল হাইকোর্ট
রাজ্যসভার ভাষণে মোদীকে আরও আক্রমণাত্মক দেখিয়েছে। বৃহস্পতিবার তাঁর আক্রমণের মূল নিশানায় ছিল কংগ্রেস। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘‘নেহরুকে নিয়ে অবহেলা হলে কয়েক জন অভিযোগ করেন। গান্ধী-নেহরু পরিবারের কেউ নেহরু পদবি ব্যবহার করেন না কেন ?’’
শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়ে গেল বঙ্গ সিপিএমের !https://t.co/Tmnj4QOLL3
— Bangla News Dunia (@Banglanewsdunia) February 9, 2023
লোকসভার মতো রাজ্যসভাতেও প্রধানমন্ত্রীর বক্তব্যের গোড়া থেকেই স্লোগান তোলে বিরোধীরা। কখনও শোনা যায়, ‘আদানি-মোদী ভাই ভাই’ আবার কখনও ‘মোদীজি জবাব দাও’ স্লোগান। তবে বিরোধীদের হট্টগোল-স্লোগানের মধ্যেও আদানি নিয়ে টুঁ শব্দটি করেননি প্রধানমন্ত্রী। পরিবর্তে কৌশলে নিজের সরকারের উন্নয়নের কাহিনি তুলে ধরেছেন। ক্রমাগত স্লোগান-হট্টগোলের মধ্যেও নিজের ভাষণে খেই হারাননি প্রধানমন্ত্রী। বরং ধীরে-সুস্থে নিজস্ব ঢঙেই বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছেন।
মিড-ডে মিল দুর্নীতি, ক্যাগকে অডিটের অনুরোধhttps://t.co/yO5CJhox03
— Bangla News Dunia (@Banglanewsdunia) February 9, 2023
তবে লোকসভার থেকে রাজ্যসভায় আরও আক্রমণাত্মক লেগেছে মোদীকে। ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে নিশানা করেন মোদী। বলেন, ‘‘কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। ওদের দুর্দশা বুঝতে পারছি। ভারতে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বিজেপি। উন্নয়নে বাধা সৃষ্টি করেছে কংগ্রেস।’’ কংগ্রেস সরকারের আমলে কোনও উন্নয়ন হয়নি বলেও সরব হন প্রধানমন্ত্রী।
আরো পড়ুন :- উৎকর্ষ বাংলায় FAKE চাকরির নিয়োগপত্র দেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বিরাট কেলেঙ্কারি
আরো পড়ুন :- অবশেষে ভারতের কথা মানতে বাধ্য হলো আমেরিকা ! সারা বিশ্বে তৈরি হতে পারে ভ্যাকসিন
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’
আরো পড়ুন :- লক্ষ্য ২০২৪, বিশেষ ঘোষণা নীতীশের ! কটাক্ষ বিজেপির
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন