Bangla News Dunia ,Pallab : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতা হিসেবে স্বীকৃত। বিশ্বের অন্যতম বড় বিনিয়োগকারী মার্ক মোবিয়াস বলেছেন প্রধানমন্ত্রী মোদী সত্যিই ‘নোবেল শান্তি পুরস্কার’ পাওয়ার যোগ্য। এর কারণ হল বিশ্ব মঞ্চে রাজনৈতিক স্পেকট্রামের সব পক্ষের সাথে যোগাযোগ করার ক্ষমতা প্রধানমন্ত্রী মোদীর রয়েছে।
আরো পড়ুন :- বিয়ের জন্য ছুটি না পেয়ে Whatsapp ভিডিও কলেই শুভ পরিণয় সারল বর-কনে
মোবিয়াস ইমার্জিং অপারচুনিটিজ ফান্ডের 88 বছর বয়সী চেয়ারম্যান মার্ক মোবিয়াস বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ শান্তিপ্রণেতা হয়ে উঠতে পারেন। তাও যখন বিশ্ব অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। মার্ক মোবিয়াসের তহবিল উদীয়মান অর্থনীতিতে নতুন সুযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
সংবাদ সংস্থার সাথে কথোপকথনে, মার্ক মোবিয়াস বলেন যে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে অশান্তির মধ্যে প্রধানমন্ত্রী মোদী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি প্রণেতা হয়ে উঠতে পারেন। #Short News
আরো পড়ুন :- স্টেশনে ট্রেন ঢোকার আগে দিতে হয় ঘুষ! ভারতেই চলে এই আজব নিয়ম, ভাইরাল ভিডিও