Bangla News Dunia , পল্লব : নভেম্বরের কমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার। কমল পাইকারি মূল্যবৃদ্ধির হারও। এবার ডিসেম্বর মাসেও সেই ধারা অব্যাহত রইল। গত এক বছরের তুলনায় খুচরো মূল্যবৃদ্ধির হার সর্বনিম্ম ৫.৭২ শতাংশ হল। বলা বাহুল্য, মধ্যবিত্তের জন্য সুখবর। এর ফলে ডিসেম্বরেও রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া সীমার (২-৬ শতাংশ) মধ্যে থাকল খুচরো পণ্যের মূল্যবদ্ধির হার।
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
জাতীয় পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্য জানাচ্ছে, বাজারে খাদ্যপণ্য-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে, এর ফলেই মূল্যবৃদ্ধির সূচক নিম্নগামী। গত অক্টোবরে খুচরে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.৭৭ শতাংশ। যা নভেম্বর মাসে কমে হয় ৫.৮৮ শতাংশ। ১১ মাস পর মূল্যবৃদ্ধির হারে এতখানি পতন হয়েছিল। উল্লেখ্য, গত মে, জুন ও জুলাই মাসেও খুচরো মূল্যবৃদ্ধি নিম্নগামী ছিল।
আরো পড়ুন :- উৎকর্ষ বাংলায় FAKE চাকরির নিয়োগপত্র দেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বিরাট কেলেঙ্কারি
অগস্ট মাসে তা রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া সীমার (২ থেকে ৬ শতাংশ) উপরে ওঠায় আবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। গত জুলাইয়ের ৬.৬৯ শতাংশ থেকে অগস্টে তা বেড়ে ৭.৬২ শতাংশ হয়েছিল। সেপ্টেম্বরে আরও বেড়ে হয়েছিল ৭.৪১ শতাংশ।
অন্যদিকে নভেম্বরে পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধির হার হয়েছিল ৫.৮৫ শতাংশ। যা গত ২১ মাসে সবচেয়ে কম ছিল। খাদ্যপণ্য, জ্বালানি ও উৎপাদন ক্ষেত্রের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকায় পাইকারি মূল্যবৃদ্ধির হার কমেছিল। ১৯ মাস পর গত অক্টোবরে পাইকারি মূল্যবৃদ্ধির হার কমে হয়েছিল ৮.৩৯ শতাংশ।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর