Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভুয়ো ফোন বা মেসেজ এলে নম্বরটি ব্লক করার পাশাপাশি রিপোর্টও করুন। ফোন নম্বরটি শুধু ব্লক করে দিলে, আপনার কাছে ওই নম্বর থেকে সরাসরি ফোন আসা হয়তো বন্ধ হবে, কিন্তু আরও বহু মানুষ প্রতারিত হতে পারেন।
এখন কমবেশি সকলের ফোনেই ‘ট্রু কলার’ ইনস্টল করা থাকে, যাতে নম্বরটি কোথা থেকে এসেছে, বুঝতে সুবিধা হয়। যদি ‘ট্রু কলার’ না থাকে, তা হলে গুগ্ল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিন। এ বার ভুয়ো ফোনটিকে ট্রু কলারের মাধ্যমে রিপোর্ট করুন। নম্বরটি তা হলে ‘স্ক্যাম কল’ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। মেসেজ বা হোয়াটসঅ্যাপ থেকেও ফোন নম্বরটি ভুয়ো কি না, তা রিপোর্ট করা যায়।
প্রতারকদের থেকে আসা কোনও ফোন যদি তুলে ফেলেন বা কোনও মেসেজের লিঙ্কে ক্লিক করে ফেলেন, তা হলে সবচেয়ে আগে নিজের ব্যাঙ্ক ও অন্যান্য অ্যাকাউন্টে সব ঠিক আছে কি না দেখে নিন। এমন ফোন বা মেসেজের মাধ্যমে অনেক সময়েই ডিভাইসে ম্যালঅয়্যার ইনস্টল করে দেয় প্রতারকেরা। তাই আপনার ফোনে কেউ নজর রাখছে কি না অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক কিছু ঘটছে কি না, তা আগে নজরে রাখুন। প্রয়োজনে ব্যাঙ্কের সঙ্গে কথা বলুন।
যদি দেখেন, অজানা নম্বর থেকে ক্রমাগত ফোন বা মেসেজ আসছে বা আপনাকে কোনও ওটিপি পাঠানো হচ্ছে, তা হলে আগে ফোনের লকস্ক্রিন ও বাকি সব অ্যাপের পাসওয়ার্ড বদলে ফেলুন। জিমেল বা হোয়াটসঅ্যাপেও এমন ওটিপি বা সন্দেহজনক লিঙ্ক আসতে পারে। তাই সাবধান থাকতে ভালো কোনও অ্যান্টিভাইরাস ডাউনলোড করে ফোন স্ক্যান করে নিন। আর্থিক লেনদেন হয় এমন সমস্ত অ্যাপের নতুন পাসওয়ার্ড দিন।
আরও পড়ুন:– একা মায়ের লড়াইয়ে উদ্ধার পাচার হওয়া কন্যা, পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025