মোবাইল ভিউ পয়েন্ট! বক্সার 16 গ্রামে কেন গাছে ফোন ঝোলানো থাকে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাহাড়ে সুন্দর সুন্দর ভিউ পয়েন্টে অনেকে ঘুরতে গিয়েছেন ৷ সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও উঁকি দিতে দেখেছেন পর্যটকরা । কিন্তু মোবাইল ভিউ পয়েন্ট দেখেছেন কখনও । হ্যাঁ, আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ে রয়েছে এমনই কিছু ভিউ পয়েন্ট ৷

পাহাড়ের সৌন্দর্য্য় যেমন অতুলনীয়, তেমনই এখানে একটি প্রধান সমস্যা মোবাইল টাওয়ার ৷ তাই মোবাইলের সিগন্যাল খুঁজতে ভিউ পয়েন্টে যেতে হবে আপনাকে । বক্সা পাহাড়ের 16টি এরকম গ্রাম রয়েছে, যেখানে কোনোরকম মোবাইল নেটওয়ার্ক প্রায় পাওয়াই যায় না । যার ফলে এখানকার বাসিন্দারা ঘরে বসে কোনোভাবেই মোবাইলের মাধ্যমে পরিবারের বা অন্য কারও সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেন না । ফলে তাঁদের নির্দিষ্ট কিছু জায়গায় এসে নেটওয়ার্ক খুঁজে তারপর যোগাযোগ করতে হয় বা মেসেজ পাঠাতে হয় ।

তবে এমনি এমনি মেলে না মোবাইল সিগন্যাল ৷ পাহাড়ের নির্দিষ্ট ওই কয়েকটি পয়েন্টে সিগন্যাল পেতে বাসিন্দারা গাছে প্লাস্টিকের বোতলে ঝুলিয়ে রাখেন মোবাইল । বাড়ি থেকে সেই স্থানে এসেই কাউকে ফোন করা বা মোবাইলে আসা মেসেজ দেখতে হয় তাদের । এমনকি অনলাইন পড়াশোনার যুগেও বক্সা পাহাড়ের ছাত্রছাত্রীরা বাইরের কোনও কোর্স করতে পারে না ৷ তার কারণও মোবাইল সিগন্যাল অমিল ।

আরও পড়ুন:– বাংলার মেয়েরা পাবেন কড়কড়ে 55 লাখ টাকা। নতুন প্রকল্প আনলেন মুখ্যমন্ত্রী। কারা সুবিধা পাবেন জেনে নিন

বর্তমানে 5জির যুগে জেলার সব জায়গায় মোটামুটি মোবাইল সিগন্যাল পাওয়া গেলেও, বক্সা পাহাড়ের প্রায় 16টি গ্রাম এই মোবাইল পরিষেবা থেকে বঞ্চিত । বক্সা ফোর্ট, লেপচাখা, আদমা, তাসিগাও, চুনাভাটি-সহ প্রায় সব পাহাড়ি গ্রামে একই অবস্থা । তবে বক্সা ফোর্টে যাওয়ার পথে সান্তলাবাড়িতে একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার রয়েছে । সেই টাওয়ারের সিগন্যালই পাহাড়ের বাঁকে নির্দিষ্ট কিছু জায়গায় মেলে । তাই নিজেদের প্রয়োজনে পাহাড়ের স্থানীয় বাসিন্দারা তৈরি করেছেন এই মোবাইল ভিউ পয়েন্টর । তারা চাইছেন বক্সা পাহাড়ে বসানো হোক মোবাইল টাওয়ার ।

Mobile View Point in Buxa

বক্সা পাহাড়ের 16টি গ্রামে মেলে না মোবাইল নেটওয়ার্ক 

 

বক্সার লেপচাখার বাসিন্দা ইন্তেজাম ডুকপা বলেন, “মোবাইলের নেটওয়ার্ক খুঁজে পেতে আমরা নির্দিষ্ট জায়গায় মোবাইল একটি ঝোলায় রেখে দিই । এরপর সিগন্যাল এলে আমরা যোগাযোগ করি পরিবারের সঙ্গে । মোবাইল টাওয়ার হলে খুব ভালো হয় ৷”

আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Mobile View Point in Buxa

এখানে রয়েছে মোবাইল ভিউ পয়েন্ট 

 

স্থানীয় বাসিন্দা ফিনসু ডুকপার কথায়, “আমাদের এখানে নেটওয়ার্ক নেই । আমরা প্রত্যন্ত এলাকায় থাকি । ঘরে বসে মোবাইলে নেটওয়ার্ক খুঁজে পাই না । তাই আমরা নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখেই নেটওয়ার্ক খুজে বের করি । আমরা খুব সমস্যায় আছি । আমরা চাই সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক । এখন অনলাইন ক্লাস হয় ৷ এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে না । আমার পরিবারের বাচ্চাদের মোবাইল নেটওয়ার্কের কারণে বাইরে রাখতে বাধ্য হচ্ছি ।”

Mobile View Point in Buxa

গাছে প্লাস্টিকের বোতলে ঝুলিয়ে রাখতে হয় মোবাইল

 

মোবাইল টাওয়ার নিয়ে স্বস্তির খবর শুনিয়েছেন বিএসএনএল’র জলপাইগুড়ি ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় কর্মকার ৷ তিনি বলেন, “বক্সায় মোবাইল নেটওয়ার্ক বসানোর জন্য আমরা সার্ভে করেছি । বেশ কয়েকটি টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে আমাদের । তবে বক্সায় কোর এলাকায় টাওয়ার বসানোর জন্য পরিবেশ মন্ত্রকের ছাড়পত্রের প্রয়োজন । ছাড়পত্র পেলেই আমরা কাজটা করতে পারব ।”

Mobile View Point in Buxa

কয়েকটি পয়েন্টে এলে মেলে মোবাইল নেটওয়ার্ক 

 
 

বক্সা ডাকঘরের পোস্টমাস্টার সৃজানা থাপার কথায়, “নেটওয়ার্ক না থাকার কারণে পোস্ট অফিসের কাজ করতে অসুবিধা হচ্ছে । অনলাইনের কোনও কাজ আমরা করতে পারছি না । মোবাইল নেটওয়ার্ক এলে কাজে অনেক সুবিধা হবে ।” আলিপুরদুয়ারের কালচিনির ব্লকের বিডিও মিঠুন মজুমদার জানান, এই মুহূর্তে বক্সায় মোবাইল টাওয়ার বসানো নিয়ে সেরকম কোনও চিন্তাভাবনা নেই ।

নিদর্শন উদ্ধারের কথা প্রেস রিলিজ দিয়ে জানায় ব্রিটেনের সড়ক মেরামতি বিভাগ।

আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন