‘যদি লুঙ্গিটা মালকোঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে’, আর কি কি ‘হাস্যকর হুমকি’ দিলেন বিএনপি নেতা ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কিছুদিন আগেই ‘৪ দিনের মধ্যে কলকাতা দখল’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা। এ বার বাংলাদেশের এক বিএনপি নেতাকে দেখা গেল ভারতকে হুঁশিয়ারি দিতে। বিএনপি-র যুগ্ম সচিব হাবির উন নবি খান সোহেলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (যার সত্যতা যাচাই করেনি বাংলা নিউস দুনিয়া অনলাইন)। ওই ভাইরাল ভিডিয়োয় একটি জনসভায় দিল্লিকে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে।

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

কী বলেছেন বিএনপি-র এই নেতা?

হাবির উন নবি খান সোহেল বলেন, ‘আমরা যদি লুঙ্গিটা মালকোঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত কাপড় পরে যা টাকা রোজগার করে তাই দিয়ে চলেন।’

গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে বাংলাদেশের একাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কণ্ঠে। এ বার হাবির উন নবি খান সোহেলের মন্তব্য ঘিরে নতুন করে তোলপাড় পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, ‘এই সময় বিতর্কিত মন্তব্য করে বা ভারতকে হুঁশিয়ারি দিয়ে কেউ কেউ প্রচারের আলোয় ভেসে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন।’

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। যদিও ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দিল্লি। ঢাকা সফরে গিয়ে সেই বার্তাও দিয়েছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। এমনকী, অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে নিয়ে শেখ হাসিনার সুর চড়ানোকেও যে ভারত সমর্থন করে না, সেই বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতকে হুঁশিয়ারির বন্যা বয়েই চলেছে।

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন