Bangla News Dunia, Pallab : শিয়ালদা ও হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway)। রেলের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ। মঙ্গলবার একাধিক ট্রেন আনা থেকে শুরু করে একাধিক রেল স্টেশনের সংস্কৃরণ, টাকা বরাদ্দ প্রসঙ্গে একের পর এক ঘোষণা করা হয় পূর্ব রেলের তরফে। যেমন হাওড়া চাঁদমারি ব্রিজটি নতুন করে তৈরির পর পুরনো ব্রিজের জায়গা বেরিয়ে এলে কারসেডের সংস্কার হবে। এর ফলে উপকৃত হবেন মানুষ।
আরও পড়ুন:– অবশেষে সিদ্ধান্ত হয়ে গেল! ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কবে, কতটা বাড়ছে ডিএ ? জেনে নিন
একগুচ্ছ ঘোষণা পূর্ব রেলের
পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেউসকর জানান, বাড়তি জায়গা পেলে হাওড়ার সাতটি প্ল্যাটফর্মকে সম্প্রসারিত করা হবে। যেখানে ২৪ কোচের ট্রেন দাঁড়াতে পারবে। সেগুলি ১, ৮ ও ১০ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্ম। আগামী তিন মাসের মধ্যেই চালু হতে পারে ১৫ ও ২৪ নম্বর নতুন প্ল্যাটফর্ম। এছাড়া লালগোলা থেকে শিয়ালদহগামী ট্রেনে শৌচাগার না থাকার কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছিল যাত্রীদের। এহেন অবস্থায় এবার রেল স্টেশনে ট্রেন প্রায় বেশ অনেকক্ষণ দাঁড়াবে বলে খবর।
আর সেই রেল স্টেশন হল রানাঘাট। মিলিন্দ কে দেউসকর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে লালগোলা থেকে শিয়ালদহগামী ট্রেনগুলি এবার রানাঘাটে পাঁচ থেকে দশ মিনিট দাঁড়াবে। ওই সময়ের মধ্যে যাত্রীদের সব শৌচালয় সম্পর্কিত সব কাজ সেরে ফেলতে হবে।
উপকৃত হবেন রেল যাত্রীরা
পূর্ব রেল তিনটি বন্দে ভারত এক্সপ্রেস রুট এবং স্টেশন জুড়ে প্রসারিত পরিকাঠামো সহ নতুন পরিষেবাও চালু করেছে। মূল আপগ্রেডগুলির মধ্যে রয়েছে শিয়ালদহে ১২-কোচের ইএমইউ রেকের জন্য প্ল্যাটফর্মের সম্প্রসারণ, নতুন ট্রেন সংযোগ এবং ১১টি নতুন ফুট ওভারব্রিজ, ৩৪ টি প্ল্যাটফর্ম শেড, ৬৯ টি স্টেশনে উন্নত কাঠামো এবং ১২টি লিফট এবং ৬ টি এসকেলেটর স্থাপন করা। ব্যান্ডেল স্টেশনকে স্যাটেলাইট স্টেশনে রূপান্তরিত করা হচ্ছে। উন্নয়নের পরই সেখানে থেকে টার্মিন্যাল করে একাধিক শাখায় ট্রেন চলবে।
আরও পড়ুন:– বঙ্গে বাল্যবিবাহ রোধে বাধা পঞ্চায়েত-রাজনীতি?