যাত্রীদের সুবিধার্থে আনা হচ্ছে ‘সুপার অ্যাপ’! একটি অ্যাপে মিলবে রেলের একাধিক পরিষেবা

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia , দীনেশ : রেল যাত্রীদের জন্য দারুন সুখবর! যাত্রীদের কথা মাথায় রেখে নতুন অ্যাপ আনছে ভারতীয় রেলওয়ে। ‘সুপার অ্যাপ’ নামে বাজারে লঞ্চ করা হবে এই মোবাইল অ্যাপ্লিকেশন। এই একটি মাত্র অ্যাপ ব্যবহার করে একাধিক পরিষেবা পাবেন যাত্রীরা। আসুন ভারতীয় রেলওয়ের আসন্ন এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন।

যাত্রীদের সুবিধার্থে আসছে ‘সুপার অ্যাপ’

লক্ষাধিক মানুষ ভারতের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন ভ্রমণ করেন। টিকিট বুকিং থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত সবকিছুর ব্যবস্থাপনা খুবই জটিল। এর জন্য একাধিক অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা অনেক থার্ড-পার্টি অ্যাপের সাহায্যে টিকিট বুক করা, পিএনআর স্ট্যাটাস চেক করা বা ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক করার মতো কাজও করে।

যাত্রীদের সুবিধার কথা ভেবে নানা সময় নতুন নতুন পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবারও যাত্রীদের কাছে পরিষেবা আরও দ্রুত ও সহজে পৌঁছে দেওয়ার জন্য আনা হচ্ছে সুপার অ্যাপ। এখন রেলওয়ে অফিসিয়াল অ্যাপের মাধ্যমে একসঙ্গে সব ফিচার দিতে চলেছে। এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা ট্রেনের টিকিট বুক ও বাতিল করতে, প্ল্যাটফর্ম পাস কিনতে, খাবার অর্ডার করতে, ট্রেনের টাইম টেবিল পরীক্ষা করতে এবং অভিযোগ দায়ের করতে সক্ষম হবেন। ভারতীয় রেলের এই নতুন অ্যাপ ডিসেম্বর মাসের শেষ নাগাদ লঞ্চ করা হবে।

আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !

 

এখন যাত্রীরা আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করেন

বর্তমানে, রেল যাত্রীরা বিভিন্ন প্রয়োজনের জন্য আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করেন। যেমন IRCTC Rail Connect অ্যাপে অনলাইন টিকিট বুকিং, UTS অ্যাপ অসংরক্ষিত টিকিটের জন্য। আইআরসিটিসি ই-ক্যাটারিং খাবার অর্ডারের জন্য, রেল মাদাদ অভিযোগ দায়েরর জন্য ব্যবহার করা হয়। এছাড়া ন্যাশনাল ট্রেন ইনকোয়ারি সিস্টেম ট্রেনের অবস্থা প্রদান করে। নতুন সুপার অ্যাপের মাধ্যমে এই সমস্ত পরিষেবা একসাথে মিলবে।

IRCTC এবং সুপার অ্যাপের লিঙ্ক করা হচ্ছে

অ্যাপটি তৈরি করছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS)। এই অ্যাপটি টিকিট বুকিং ওয়েবসাইট IRCTC-এর সাথে লিঙ্ক করা হবে। এই অ্যাপটি IRCTC এবং যাত্রীদের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করবে। এখন নতুন অল-ইন-ওয়ান অ্যাপ এবং আইআরসিটিসির মধ্যে লিঙ্কের কাজ চলছে। আশা করা হচ্ছে যে নতুন অ্যাপটি রেল ভ্রমণকারীদের জন্য খুবই উপযোগী হবে। এই অ্যাপের মাধ্যমে রেলের সমস্ত পরিষেবা এক সাথে পাওয়া যাবে। এর ফলে রেলের আয়ও বাড়বে।

 

 

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন