Bangla News Dunia , অমিত : আজ ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট সারাদেশে সম্পন্ন হয়েছে। বাংলার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছু গন্ডগোল হয়েছে। আর এই গন্ডগোল থেকেই বোঝা যাচ্ছে দিন যতো এগোচ্ছে ততই তৃণমূলের আগ্রাসী নীতি ও ছাপ্পা দেওয়ার যেই মনোভাব তা সামনে চলে আসছে। কারণ আর মাত্র দুই দফার ভোট বাকি। এই দুই দফাতেই যদি তৃণমূল নিজেদের পুরনো সিট ধরে রাখতে পারে তাহলে বাংলা থেকে ভালো আসন তারা দখল করতে পারবে। তাই মরণ কামড় দেয়ার জন্য প্রস্তুত থাকবে তৃণমূল। কিন্তু তৃণমূলের সাথে লড়াই করতে প্রস্তুত বিজেপিও।
আজ যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টালিগঞ্জ বিধানসভা ও যাদবপুর বিধানসভা এলাকায় একটি বিশাল র্যালি করেন। যেই র্যালিতে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও তার সমর্থনে প্রচারে আসা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি ও সাংসদ তেজস্বী সূর্য ।
আজ এই রেলি শুরু হয় অজয় নগর থেকে আর শেষ হয় সুলেখা ব্রিজের কাছে গিয়ে। র্যালির শুরু থেকেই বিজেপির কর্মী সমর্থকদের ও সাধারন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। র্যালি যত নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়েছে মানুষের ভিড় ততই বেড়েছে। এমনকি যেই এলাকা দিয়ে এই র্যালি গিয়েছে তার দুই পাশের মানুষজন নিজেদের ঘর থেকে বেরিয়ে, ফ্ল্যাট থেকে বেরিয়ে বিজেপির প্রার্থীকে দেখে তারা দুই হাত তুলে আশীর্বাদ করেছে। তাদের আশীর্বাদের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা বিজেপির পাশেই রয়েছে। তবে এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে।