যান্ত্রিক ত্রুটির জের ! ‘প্রোবা ৩’-এর উৎক্ষেপণ পিছিয়ে দিল ইসরো

By Bangla news dunia Desk

Published on:

isro

 

Bangla News Dunia, দীনেশ :- পিছিয়ে গেল ‘প্রোবা ৩’ (Proba-3) মিশনের উৎক্ষেপণ। বুধবার দুপুরে একথা জানানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর (ISRO) তরফে। তবে ঘোষণা করে দেওয়া হয়েছে নতুন দিনক্ষণও।

আরো পড়ুন :-  সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !

প্রাথমিকভাবে ইসরোর তরফে জানানো হয়েছিল, বুধবার বিকেল ৪টে ৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু হবে প্রোবা-৩ এর। কিন্তু শেষ মুহূর্তে মহাকাশযানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণের সময়। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ৪টে ১২ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র (Satish Dhawan Space Centre) থেকে পিএসএলভি সি-৫৯ রকেটে (PSLV-C59) চেপে মহাশূন্যে পাড়ি দেবে প্রোবা-৩। তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে মহাকাশযানটিতে, তা এখনও স্পষ্ট জানায়নি ইসরো। এই প্রোবা-৩ মিশন হল দুই স্যাটেলাইট- ‘করোনাগ্রাফ’ স্পেসক্রাফট এবং ‘অকাল্ট’ স্পেসক্রাফটের সমষ্টি। মহাকাশযানটি ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি। আর প্রোবা-৩ মহাকাশে পাঠানোর দায়িত্ব পেয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)।

আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে

সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যকে ঢেকে দেয়। পৃথিবীতে চাঁদের ছায়া যেখানে সব থেকে গভীর হয়, সেখান থেকেই সূর্যের ছটা বা ‘করোনা’ দেখা যায়। আর এই ‘অকাল্ট’ মহাকাশে চাঁদের মতোই সূর্যকে ঢেকে দেবে। সেই সুযোগে ঝটপট ওই ছবি তুলে নেবে ‘করোনাগ্রাফ’। বিজ্ঞানীরা প্রোবা-র তুলে আনা সেই সব ছবি বিশ্লেষণ করে দেখবেন। সূর্যকে নিয়ে নানা গবেষণামূলক অনুসন্ধান চালাবে প্রোবা। এই মিশনের লক্ষ্য শুধুমাত্র সৌর গতিবিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করা নয়। বরং প্রোবা-র সফল উৎক্ষেপণ মহাকাশ প্রযুক্তি এবং গবেষণায় ভবিষ্যতের অগ্রগতিতে সাহায্য করবে।

আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী

Bangla news dunia Desk

মন্তব্য করুন