১০ দিন পর কুয়ো থেকে তোলা হলো ছোট্ট চেতনার দেহ, জীবিত না মৃত, জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  ১০ দিন পর কুয়ো থেকে উদ্ধার করা হল ৩ বছরের চেতনাকে। তবে বাঁচানো গেল না একরত্তিতে। গত ২৩ ডিসেম্বরের ঘটনা। বাড়ির পাশে খেলার সময় কুয়োয় পড়ে যায় ছোট্ট চেতনা। সে দিন রাত থেকে এসডিআরএফ, এনডিআরএফ একযোগে উদ্ধার কাজ শুরু করে। বুধবার বিকালে অবশেষে উদ্ধার করা হয় তাকে। উদ্ধার করার পর চেতনাকে কাপড়ে মুড়ে তড়িঘড়ি উদ্ধারকারী দল হাসপাতালের পথে নিয়ে রওনা দেয়। তবে ডাক্তাররা জানিয়ে দেয়, সে আর বেঁচে নেই।

রাজস্থানের কোতপুতলি-বেহরো জেলার বাসিন্দা ছিল চেতনা। ২৩ তারিখ বাড়ির পাশেই খেলছিল সে। সেখানেই ছিল প্রায় ৭০০ ফুট গভীর একটি কুয়ো। খেলার সময় কোনও ভাবে সেই কুয়োয় সে পড়ে যায়। আটকে পড়ে প্রায় ১৭০ ফুট গভীরে।

উদ্ধারকারীরা জানান, পাথরে আটকে ছিল চেতনা। ১০ দিনের এই উদ্ধারপর্বের প্রতি বাঁকে ছিল চ্যালেঞ্জ। চেতনাকে উদ্ধারের জন্য ২ দিন আগে একটি সুড়ঙ্গ করা হয়। পরে দেখা যায় খনন ঠিকমতো হয়নি। নতুন করে খুঁড়তে শুরু করে তারা। গ্রাউন্ড পেনিট্রেটিং র‍্যাডার মেশিন ব্যবহার করা হয়। কিন্তু জাতীয় থেকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, র‍্যাটহোল মাইনার্স—সব চেষ্টাই ব্যর্থ হল বুধবার।

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন