যোগীকে প্রাণনাশ-মহাকুম্ভ মেলায় নাশকতার হুমকি, উত্তরপ্রদেশে গ্রেপ্তার মাইজান রাজা

By Bangla News Dunia Dinesh

Published on:

yogi adityanath

 

Bangla News Dunia, দীনেশ : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণনাশ ও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় নাশকতার হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম মাইজান রাজা (৩০) ওরফে ফৈজ। বরেলি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিএনএস-এর ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

অভিযোগ, যোগী আদিত্যনাথকে প্রাণনাশ ও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় নাশকতার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল রাজা। এর পাশাপাশি সে সোশ্যাল মিডিয়ায় রাম মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছিল। স্থানীয় ভিএইচপি নেতা পন্ডিত কেকে শঙ্খধর অভিযুক্ত তরুণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানান। এরপরই তদন্তে নামে পুলিশ। শনিবার বরেলি থেকে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

পুলিশ জানিয়েছে, রাজা বরেলির প্রেম নগর এলাকার বাসিন্দা এবং শহরের একটি নামকরা স্কুলে পড়াশোনা করেছে। রাজার গ্রেপ্তারের পর বরেলি পুলিশ তার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য তাকে ক্ষমা চাইতে দেখা গিয়েছে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘আমি ভবিষ্যতে কিছু পোস্ট করব না। আমি ভুল করেছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন।’ বরেলির ডিএসপি পঙ্কজ কুমার বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন