রবিনসন স্ট্রিটের ছায়া হায়দরাবাদে ! ছেলের দেহ নিয়ে 3 দিন কাটালেন দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতি

By Bangla news dunia Desk

Published on:

1200-675-22792009-thumbnail-16x9-rstreet-1

Bangla News Dunia  , দীনেশ :  কলকাতার রবিনসন স্ট্রিটের ঘটনা মনে আছে নিশ্চয়ই ? টিসিএস-এর প্রাক্তন কর্মী পার্থ দে’র নাম উঠে এসেছিল খবরের শিরোনামে ৷ আঞ্চলিক ও জাতীয় সংবাদ মাধ্যম তোলপাড় হয়েছিল 2015 সালের ওই ঘটনায় ৷ কারণ, পার্থ দে’কে যখন তাঁর বাড়ি থেকে ‘উদ্ধার’ করা হয়েছিল, তখন সেই সঙ্গেই একটি মানুষের ও একটি কুকুরের কঙ্কাল উদ্ধার হয় ৷ এই দু’টি কঙ্কাল সযত্নে আগলে রেখেছিলেন পার্থ দে ৷ কঙ্কাল দু’টির একটি ছিল তাঁর দিদির আর একটি তাঁদের আদরের পোষ্য কুকুরের ৷

এর পরই রবিনসন স্ট্রিটের এই বাড়িটি ‘কঙ্কাল বাড়ি’ নামে কুখ্যাত হয়ে যায়। এই বাড়িটির গা ছমছমে পরিবেশ দীর্ঘদিন ওই এলাকায় মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে ৷ তেমনই একটি ঘটনা এবার সামনে এলো নিজামের শহর হায়দরাবাদে। এখানে অবশ্য দৃষ্টিহীন দম্পতি তাঁদের বছর বত্রিশের ছেলের দেহ নিয়ে 3 দিন কাটালেন কিছুটা অপারগ হয়েই ৷ কারণ, তাঁরা জানতেই পারেননি যে তাঁদের ছেলের মৃত্যু হয়েছে ৷

আরো পড়ুন :- ফোন করার মতো পয়সা ছিল না, অমিতাভ বচ্চনের কাছে ধার চেয়েছিলেন রতন টাটা

হায়দরাবাদের এই ঘটনা দীর্ঘ নয় বছর পরে হলেও অনেকের মনে কলকাতার রবিনসন স্ট্রিটের ‘কঙ্কাল বাড়ি’র স্মৃতি ফিরিয়ে এনেছে ৷ হায়দরাবাদের নাগোলের আন্ধু কলোনিতে একটি ভাড়া বাড়িতে ছেলের মৃতদেহ নিয়ে তিন দিন কাটালেন দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতি ৷ দৃষ্টিহীন হওয়ার কারণে এ ক্ষেত্রে তাঁরা জানতেই পারেননি যে তাঁদের ছেলের মৃত্যু হয়েছে ৷ পরে 28 অক্টোবর ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সেখানে এসে বিষয়টি দেখে চমকে যান ৷

আরো পড়ুন :- অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে মহিলাকে ধর্ষণ-ব্ল্যাকমেল? ধৃত ডাক্তার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতির দু’জনেরই বয়স 60 বছরের বেশি। তাঁরা দুজনেই ছেলেকে খাবার, পানীয় জলের জন্য টানা তিনদিন ধরে ডাকাডাকি করেছেন । তবে তাদের ছেলের কোনও সাড়া পাননি। জানা গিয়েছে, এই এলাকায় ওই দম্পতি প্রায় 40 বছর ধরে রয়েছেন ৷ দম্পতির সঙ্গে তাঁদের বছর বত্রিশের ছোট ছেলে প্রমোদ থাকতেন ৷ স্থানীয়দের দাবি, প্রমোদ ছিল মদ্যপ ৷ এই কারণেই তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান বছর খানেক আগে ৷

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

পুলিশের অনুমান, অত্যাধিক মদ্যপানের কারণেই অসুস্থ হয়ে গত শনিবার, 26 অক্টোবর মৃত্যু হয় প্রমোদের ৷ কিন্তু, ছেলের মৃত্যুর বিষয়টি বুঝতেই পারেননি দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতি ৷ সোমবার দুপুরে পচা, দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দেখে, ঘরে পড়ে রয়েছে প্রমোদের দেহ ৷ পাশেই বিছানায় শুয়ে রয়েছেন তিনদিন ধরে অভুক্ত বৃদ্ধ দম্পতি ৷ এর পরই পুলিশের তরফে দেহ উদ্ধার করে ওসমানিয়া মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এবং খবর দেওয়া বৃদ্ধ দম্পতির বড় ছেলে প্রদীপকে ৷

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla news dunia Desk

মন্তব্য করুন