রবিবার দ্বিতীয় ওডিআইতে মুখোমুখি ভারত-ইংল্যান্ড, চোট সারিয়ে খেলবেন বিরাট?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

virat kohli

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে ম্যাচ প্র্যাক্টিসের জন্য হাতে রয়েছে আর দু’টি সুযোগ। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম ওডিআই জিতে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ওই ম্যাচে হাঁটুর চোটের জন্য খেলতে পারেননি বিরাট। দ্বিতীয় ওডিআইতে নজর থাকবে তাঁর দিকেই। তবে সাংবাদিক বৈঠকে দলের ভাইস ক্যাপ্টেন শুবমান গিল জানিয়েছেন, বিরাটের চোট গুরুতর নয়। দলের সঙ্গে কটকে গিয়েছেন তিনি। তবে প্রশ্ন উঠছে বিরাট খেললে, বসবেন কে।

কার জায়গায় খেলবেন বিরাট?

প্রথম ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছে তরুণ ওপেনার যশস্বী জয়সোয়ালের। দুরন্ত ক্যাচ নিলেও ব্যাটে সেই ভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। বরং, প্রথম একাদশে থাকার কথাই ছিল না শ্রেয়স আইয়ারের। বিরাট চোট পাওয়ায় সুযোগ পান তিনি আর সেটার সদ্ব্যবহারও করেন। ৩৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের নিজের জায়গা মজবুত করেছেন তিনি।

সে ক্ষেত্রে বিরাট সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরলে বসতে হতে পারে যশস্বীকেই। কারণ ওপেনিং ছাড়া অন্য পজিশনে খুব একটা স্বচ্ছন্দ নন তিনি। অন্য দিকে তিন থেকে সাত অবধি যে কোনও পজিশনেই অতীতে ভালো পারফর্ম করেছেন শ্রেয়স।

বোলিংয়ে কী পরিবর্তন হতে পারে?

প্রথম ওডিআইতে অভিষেক হয়েছিল হর্ষিত রানার। একটা সময় অনেক রান দিলেও তার পর দারুণ কামব্যাক করে তিন উইকেট নেন তিনি। তবে তাঁকে বসিয়ে অর্শদীপ সিংকে দ্বিতীয় ওডিআইতে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার খেলা অনিশ্চিত। তাই সামির সঙ্গে পেস বোলিংয়ের প্রধান মুখ অর্শদীপ। ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ দিয়ে, তাঁকে একবার পরখ করে নিতে চাইবেন কোচ গৌতম গম্ভীর। বাকি দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, অর্শদীপ সিং।

আরও পড়ুন:- অর্থনীতির বিকাশে বড় ভূমিকা বিয়ারের, কী ভাবে ভারতের জিডিপি-তে প্রভাব ফেলেছে এই শিল্প? জেনে নিন

আরও পড়ুন:- ১ বছরে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিতে পারে, দীর্ঘমেয়াদি লগ্নি চাইলে কিনতে পারেন এই সব স্টক

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন