Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১ দিন ২ দিন নয়, প্রায় ১ বছর হতে চলল এমন কাণ্ড চলছে ওই এলাকায়। এলাকাবাসী লক্ষ্য করেছেন প্রতিমাসে ১ দিন সেখানে রাস্তার ধারে একটা প্লেটে কয়েকটি খোসা ছাড়ানো কলা রেখে যান কেউ বা কারা। তবে আজ পর্যন্ত কাউকে রেখে যেতে দেখা যায়নি।
এমনকি এই রেখে যাওয়াও যেমন খুশি, যেদিন ইচ্ছে, এমনটা নয়। বরং এলাকাবাসী লক্ষ্য করেছেন প্রতিমাসের ২ তারিখ এই থালা ভরা কলা রেখে যাওয়া হয় রাস্তার কোণায়।
কিন্তু তারপর তা তোলা হয়না। রাস্তার কোণায় পড়ে থেকে সেই কলায় পচন ধরে যায়। এভাবে মাসের পর মাস চলতে থাকায় বিষয়টি নিয়ে কার্যত বিরক্ত সকলে।
কেন কেউ এভাবে কলা রেখে যাচ্ছেন? এর নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন স্থানীয় পশুপাখিদের জন্য কলা রেখে যান কেউ। কারও মতে ওসব নয়, বরং কেউ হয়তো কোনও ধর্মীয় কারণে এভাবে কলা রেখে যাচ্ছেন।
সঠিক কারণ এখনও অজানা। তবে এলাকাবাসীর একাংশ চাইছেন কারও যদি কলা রেখে যাওয়ার হয় তবে রেখে যান, কিন্তু পরদিন এসে তুলেও নিয়ে যান। পচন ধরে তো ওই কলা এলাকায় দূষণ ছড়াচ্ছে।
ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার শহরের অ্যাবে রোড এবং ওয়েনসর অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এই প্লেট রেখে যাওয়া কিন্তু নতুন বছরও অব্যাহত। খবরটি সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত হওয়ার পর বিশ্বের নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025