Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভালো, সুস্বাদু খাবার খেতে কার না ভালো লাগে। তার উপর শেফ যদি পুরুষ হোন, প্রেমে হাবুডুবু খায় অনেক মেয়েই। যে ভাবে তাঁরা ছুরি ধরেন, খাবারে ফোড়ন ছড়িয়ে দেন, দেখেই প্রেম পড়েন হয়তো। অনেক সমীক্ষাতেই উঠে এসেছে এমন তথ্য। কিন্তু শুধু হাতের জাদু দেখেই মেয়েরা রান্না জানা পুরুষের প্রেমে পড়েন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।
স্বাধীন পুরুষ
মহিলাদের এমন পুরুষ পছন্দ, যাঁরা স্বাধীন। যাঁরা রান্না করার মতো জীবনের গুরুত্বপূর্ণ কাজে কারও উপর নির্ভর করেন না। কে কখন রান্না করে দেবে, তবে খাবার জুটবে কিংবা খিদে পেলে ভরসা ফুড অ্যাপ—এমন আশায় থাকতে হয় না রান্না জানা পুরুষদের। পুরুষের এই গুণের মধ্যে তাঁর স্বাধীনতা ধরা পড়ে। তাই তো প্রেমে পড়ে মেয়েরা।
আরো পড়ুন:– রাজ্যের প্রাথমিক শিক্ষায় আসছে আমূল বদল, সিলেবাস-পরীক্ষা পদ্ধতিতে কী কী পরিবর্তন হবে? জেনে নিন
স্টেরিওস্টাইপ নয়
রান্নাঘরে মেয়েদেরই মানায়—এই গতানুগতিক চিন্তাধারা ভেঙে দিয়েছেন অনেক ছেলে। তাঁরা রান্নাঘরে পা রাখেন এবং খুবই ভালো রান্না করেন। এমন অনেক ছেলেই রয়েছেন, যাঁরা মেয়েদের রান্নার প্রতিযোগিতায় দশ গোল দিতে পারেন। মেয়েরাই যে রান্না করতে পারেন, এমনটা নয়। রান্না জানা এবং নিয়মিত রান্না করা ছেলেদের চিন্তাভাবনার প্রেমের পড়েন মেয়েরা। যে সব ছেলেরা রান্না জানেন, তাঁদের মধ্যে মেয়েরাই শুধু রান্না করবেন, এই চিন্তাভাবনা কাজ করে না।
প্যাশনকে গুরুত্ব দেন
রান্না করা কিন্তু সহজ কাজ নয়। এটা একটা শিল্প। সবাই যে সেই শিল্পে দক্ষ হবেন, এমনটাও নয়। অনেক ছেলেই রয়েছেন, যাঁরা রান্নাবান্না নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করতে ভালোবাসেন। কারও কাছে রান্না করা প্যাশন। যে সব ছেলে ক্রিয়েটিভ, রান্নার বিষয়ে প্যাশনেট, তাঁর প্রেমে না পড়ে থাকা যায় নাকি!
স্পেশাল অনুভব করানো
ডিনার ডেটের প্ল্যান করলে, কোন রেস্তোরাঁয় যাব, তা নিয়ে মাথা ঘামাতে হয় না। বয়ফ্রেন্ড কিংবা হাজ়ব্যান্ডই নিজের হাতে খাবার বানিয়ে ডিনার টেবিল সাজিয়ে ফেলেন। আবার মন খারাপ থাকলে পছন্দমতো খাবার বানিয়ে আপনার সামনে হাজির করতে পারেন। ব্রেকফাস্ট থেকে ডিনার কোনও কিছু নিয়েই ভাবতে হয় না। এমন ছেলেরা একটু বেশি ‘কেয়ারিং’ প্রকৃতির হন। তাঁদের লাভ ল্যাঙ্গুয়েজই খাবার। তাঁরা আপনাকে সবসময় স্পেশাল অনুভব করাতে চান। এমন ছেলেদেরই লাইফ পার্টনার হিসেবে খোঁজেন মেয়েরা।