রাঁধুনি, ওয়েটার, মিস্ত্রী পদে মাধ্যমিক পাসেই সরকারি চাকরি ! আবেদন ২৪ ফেব্রুয়ারি অবধি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : বর্তমানে সরকারি চাকরি পাওয়ার জন্য অনেক চাকরিপ্রার্থী দিন রাত পড়াশোনা করে চলেছে। কয়েক জায়গায় পরীক্ষাও গিয়েছে অনেকে। কিন্তু অনেক সময় দেখা গিয়েছে পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় সেই চাকরি বাতিল হয়ে গিয়েছে। তবে এই আবহে এবার চাকরিপ্রার্থীদের পাশে এসে দাঁড়াল BRO বা বর্ডার রোডস অর্গানাইজেশন। সম্প্রতি সেই সংস্থার তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

BRO Recruitment 2025 Notification:

সম্প্রতি বর্ডার রোডস অর্গানাইজেশন (Border Roads Organisation) সংস্থা নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

অফিসিয়াল ওয়েবসাইট

এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল marvels.bro.gov.in

পদের নাম

বিজ্ঞপ্তি বা নোটিশ সূত্রে জানা গিয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO সংস্থা MSW কুক, MSW ম্যাসন, MSW কামার, MSW মেস ওয়াটার পদে কর্মী নিয়োগ করতে চলেছে।

শূন্যপদের সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী BRO বা বর্ডার রোডস অর্গানাইজেশন বেশ কয়েকটি পদে নিয়োগ করা হচ্ছে। তবে এই নিয়োগ সম্পূর্ণ জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের জন্য। জানা গিয়েছে মোট শূন্যপদের সংখ্যা ৪১১ টি। MSW কুকের জন্য নিয়োগ করা হবে ১৫৩ জনকে, MSW ম্যাসন এর জন্য নিয়োগ করা হবে ১৭২ জনকে, MSW কামারের জন্য নিয়োগ করা হবে ৭৫ জনকে, MSW মেস ওয়াটারের জন্য নিয়োগ করা হবে ১১ জনকে।

বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, BRO MSW পদের বেতন সংস্থার দ্বারা নির্ধারিত বেতন স্কেলের উপর ভিত্তি করে হয়। সেক্ষেত্রে বেতন কাঠামো বিস্তারিত ভাবে ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

BRO Recruitment 2025 Criteria:

BRO এর উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই সব ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হল।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের BRO এর উল্লেখিত পদে আবেদনের জন্য অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও প্রার্থীরা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে বিশদভাবে যোগ্যতা সম্পর্কিত অন্যান্য তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়সসীমা নিয়েও উল্লেখ করা হয়েছে। বর্ডার রোডস অর্গানাইজেশনের এই নিয়োগে যোগদানের জন্য, প্রার্থীদের কমপক্ষে বয়স ১৮ বছর হতে হবে। এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীগুলির সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে উল্লেখিত পদগুলিতে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে।

Selection Process for BRO Recruitment 2025:

এখানে চাকরী প্রার্থীদের মূলত নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, পিইটি, ব্যবহারিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ইত্যাদি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের ১২৫ টি অবজেক্টিভ-টাইপ প্রশ্ন থাকবে, যার মধ্যে সাধারণ জ্ঞান, ইংরেজি, রিজনিং এবং ট্রেড-স্পেসিফিক প্রশ্ন থাকবে। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

Application Process for BRO Recruitment 2025:

BRO তে উল্লেখিত শূন্যপদগুলিতে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে MSW বিজ্ঞপ্তিটি খুঁজে “নিয়োগ” বিভাগে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট পদে আবেদনের জন্য আবেদন পত্র পূরণ করতে হবে। তারপর প্রার্থীর ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান করে সেগুলি আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপর অনলাইন পেমেন্ট বিকল্প ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। এবং রিসিপ্ট কপি ডাউনলোড করে নিতে হবে।

BRO তে উল্লেখিত পদের আবেদন ফি

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে উল্লিখিত পদে আবেদনের জন্য ফি হিসেবে প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিঙ্ক থেকে আবেদনের ফি দিতে পারবেন। সাধারণ EWS এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হবে ৫০ টাকা। তবে সংরক্ষিত বিভাগের জন্য কোন ফি নেই।

আবেদন করার সময়সূচি

BRO বা বর্ডার রোড অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ১১ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে। এবং এই পদে আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার শেষ দিন হল আগামী ২৪ ফেব্রুয়ারি। তবে বেশ কয়েক জায়গায় আবেদনের সময়সীমা ১১ মার্চ ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন