‘রাজাকাররা আপনার বাড়িও পুড়িয়েছে” ! কাকে কেন বললেন যোগী ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

yogi adityanath

Bangla News Dunia , Pallab : মহারাষ্ট্রের ভোটপ্রচারে সম্মুখসমরে যোগী আদিত্যনাথ-মল্লিকার্জুন খাড়গে। খাড়গে অভিযোগ করেছিলেন, সাধুবেশের নেতারা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। পালটা যোগী খাড়গেকে তাঁরই অতীত মনে করালেন। যোগী সভাপতিকে উদ্দেশ্য করে বললেন, “মনে করে দেখুন, রাজাকাররা আপনার বাড়িও পুড়িয়েছে।”

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ নিজের স্লোগান প্রতিষ্ঠিত করতে উত্তরপ্রদেশে প্রাণপাত করছেন যোগী। দিনরাত প্রচার চালাচ্ছেন তিনি। বস্তুত যোগীর উগ্র হিন্দুত্বের প্রচারে মহারাষ্ট্রে মেরুকরণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। খাড়গে সোমবার বলেছিলেন, “আজকাল অনেক গেরুয়াধারী সাধুদের দেখা যায়, নেতা হয়ে বসে আছেন। কেউ কেউ তো আবার ন্যাড়া মাথা করে মুখ্যমন্ত্রীও হয়ে বসে আছেন।” খাড়গে বলেন, “কোনও সাধু কখনও বাটেঙ্গে তো কাটেঙ্গের মতো কথা বলতে পারেন না।”

মঙ্গলবার খাড়গের সেই আক্রমণের জবাব দিতে গিয়ে যোগী তাঁর অতীত খুঁচিয়ে বের করে এনেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, “আজকাল দেখছি খাড়গেজি আমার উপর খুব রেগে যাচ্ছেন। #Short News

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন