রাজ্যস্তরের সমস্ত শাখা সংগঠন ভেঙে দিলো বিজেডি, ওডিশার রাজনীতিতে হঠাৎ কী হলো?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পড়শি রাজ্য ওডিশায় বিজু জনতা দল বা বিজেডি-এর সাংগঠনিক ভোট। চার দফায় সেই ভোট করাতে চায় নবীন পট্টনায়কের দল। প্রথম পর্বে নির্বাচন হবে তৃণমূল স্তরে, তার পর দফায় দফায় ব্লকস্তর, জেলাস্তর ও রাজ্যস্তরে সাংগঠনিক ভোট হবে। তারই প্রস্তুতিকে সামনে রেখে রবিবার দলের রাজ্যস্তরের সমস্ত শাখা সংগঠন ভেঙে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ দিন দলের তরফে বিবৃতি দিয়ে নবীন পট্টনায়ক জানিয়ে দেন, দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার জন্য সমস্ত সংগঠন ভেঙে দেওয়া হলো।

আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন সেরে ফেলতে চাইছে বিজু জনতা দল। ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য যাবতীয় দায়িত্ব প্রতিবারের মতোই দেওয়া হয়েছে দলের বর্ষীয়ান বিধায়ক প্রতাপকেশরী দেবকে। তিনিই এই নির্বাচনের রিটার্নিং অফিসার। ২০২৭ সালে ওডিশায় পঞ্চায়েত ও পুরসভা ভোট হওয়ার কথা। সেই ভোটের আগে দলকে তৃণমূলস্তর থেকে ফের চাঙ্গা করতে চাইছে রাজ্যে ক্ষমতা হারানো প্রধান বিরোধীরা।

আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা

সাংগঠনিক নির্বাচনের মধ্যে দিয়ে দলকে তাই বড়সড় ঝাঁকুনি দিতে চাইছেন বিজেডি নেতারা। প্রতাপকেশরী দেব জানান, প্রথমে তৃণমূল স্তরের সংগঠন বাছাইয়ে ভোট হবে। এর পর ব্লক ও জেলা স্তরে ভোট হবে।

এদিন যে বিবৃতি সামনে এসেছে তাতে জানানো হয়েছে, বিজু মহিলা জনতা দল, বিজু যুব জনতা দল, বিজু ছাত্র জনতা দল, বিজু শ্রমিক সমুখ্য, লিগ্যাল সেল, অপ্রবাসী সেল ভেঙে দেওয়া হলো। তাদের দাবি, রাজ্যে তারাই প্রধান দল। তার প্রমাণ আগামী দিনে মিলবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন