Bangla News Dunia , Rajib : রাজ্য সরকারের তরফে DAV পাবলিক স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ভিন্ন পদে আবেদনের সুযোগ পাবেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। চাকরির অপেক্ষারত প্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ।
আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়সসীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে। এখানে আবেদন করার আগে বিঞ্জপ্তি ডাউনলোড করবেন তারপর প্রথম থেকে শেষ অব্দি ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | DAV পাবলিক স্কুল |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫/১১/২০২৪ |
পদের নাম – শুন্যপদ – শিক্ষাগত যোগ্যতা
পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – পিজিটি, টিজিটি, প্রাথমিক, নন টিচিং , পিআরটি /নার্সিং শিক্ষক এলডিসি (অ্যাকাউন্ট), এলডিসি (প্রশাসন) , ইউডিসি, সহকারী, ফ্রন্ট অফিস সহকারী/রিসেপশনিস্ট, নার্স, ল্যাব সহকারী গ্রন্থাগার সহকারী
শুন্যপদ – ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে M.Com/ B.Com /B.Sc নার্সিং/জিএনএম/ B.ED/গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?
আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !
বয়স সীমা – মাসিক বেতন
বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা নোটিফিকেশনের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এখানে আবেদন করার ক্ষেত্রে ৩১/১২/২০২৫ তারিখ অনুসারে আবেদন কারীদের বয়স হিসাব করা হবে।
(DAV Public School Vacancy 2024)
মাসিক বেতন – এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে নোটিফিকেশনের নিয়ম অনুসারে দেওয়া হবে।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে?
davwbzone.org এই পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া – এখানে প্রার্থীদের নোটিফিকেশনে উল্লেখিত পদ্ধতির মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি –যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে ও সেখানে যা যা ডকুমেন্টস চেয়েছে নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে সর্বশেষে ডেট এবং টাইম এর মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া সংস্থার বিজ্ঞপ্তি যদি আবেদন মূল্য চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আবেদন মূল্য দিয়ে নিজের দায়িত্বে ভালোভাবে দেখে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
১) প্রয়োজনীয় মার্কশিট/শংসাপত্রের স্ক্যান করা স্ব-প্রত্যয়িত কপি।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৩) আধার কার্ডের।
৪) প্রার্থীদের পাসপোর্টের আকারের ফটোগ্রাফ।
৫) কাজের অভিজ্ঞতার শংসাপত্র।
৬) আবেদনকারীর স্বাক্ষর।
আবেদন ফি – এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোন আবেদনমূল্য চাইলে আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমে আবেদনকারীরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে জাচাই করে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ০৫/১১/২০২
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
#End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
ভারতীয় রেলের মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, গ্রুপ C ও D পদে হবে নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতিhttps://t.co/fLwEZyKK0N
— Daily Khabor Bangla (@daily_khabor) November 1, 2024
হাজার হাজার পড়ুয়া এখনো পায়নি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা! দেখুন নয়া আপডেটhttps://t.co/2QpzbOS5u5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 1, 2024
রোজগার প্রকল্পে সরকারি চাকরি পেল হাজার হাজার যুবক, নিয়োগপত্র দিলেন মোদিhttps://t.co/vvPjJyEGby
— Daily Khabor Bangla (@daily_khabor) November 1, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি