রাজ্যের বেকার ছেলে-মেয়েদের ডেকে এনে চাকরি দিচ্ছে সরকার, নতুন বছরে দারুণ সুখবর

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুখবর। সরকারি উদ্যোগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে জব ড্রাইভ চালিয়ে ১৪৩ জন চাকরিপ্রার্থীকে কাজের সুযোগ করে দিচ্ছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

সরাসরি ইন্টারভিউ ও চাকরির নিয়োগপত্র

ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে একটি করে বেসরকারি সংস্থাকে নিয়ে জব ড্রাইভার আয়োজন করা হবে। চাকরি প্রার্থীরা সরাসরি ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয়ের নতুন ভবনের চতুর্থ তলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন। সফল চাকরিপ্রার্থীদের হাতে বেসরকারি সংস্থার তরফ থেকে সরাসরি নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই

Zomato-তে চাকরি পেল নতুন প্রার্থীরা

গত মঙ্গলবার ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে Zomato ডেলিভারি বয়ের পদে কর্মী নিয়োগের জন্য সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউতে ৩২ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দপ্তরের ডেপুটি ডিরেক্টর অরুণাভ দত্ত। 

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বিশেষ উদ্যোগ

ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এই বিশেষ জব ড্রাইভের মাধ্যমে এখনো পর্যন্ত এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, জিফোর সিকিউরিটি, শালিমার গ্রুপ, ফিউসান ফিন্সাস-সহ বিভিন্ন বেসরকারি সংস্থায় মোট ১৪৩ জন চাকরিপ্রার্থী চাকরি পেয়েছে।

অরুনাভ দত্ত বলেছেন, “এটি আমাদের বিশেষ উদ্যোগ। বেকার যুবক যুবতীদের বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দিতে আমরা নিয়মিত জব ড্রাইভের আয়োজন করছি। ইন্টারভিউ এর মাধ্যমে দ্রুত চাকরির ব্যবস্থা করা হচ্ছে নতুন চাকরিপ্রার্থীদের জন্য। সেজন্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”

আরও পড়ুন:– হাওড়ার রাবার পার্কে দেড় হাজার কোটি টাকার লগ্নির আশা, হবে ১০০০০ কর্মসংস্থান

চাকরিপ্রাপ্ত প্রার্থীর অভিজ্ঞতা

এয়ারটেল পেমেন্ট ব্যাংকে চাকরি পাওয়ার পর রঘুনাথপুরের বাসিন্দা কিসমত আলী বলেছেন, “ডিসেম্বর মাসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের ইন্টারভিউ দিয়েছিলাম। ২ই জানুয়ারি চাকরিতে যোগ দিয়েছে। সরকারি এই উদ্যোগ আমার জীবনে বড় সুযোগ এনে দিয়েছে।” 

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

 

নতুন চাকরির সুযোগ তৈরি

ঝাড়গ্রাম জেলা প্রশাসনের এই উদ্যোগে বেকার যুবক যুবতীদের নতুন করে আসার আলো দেখিয়েছে। বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত ইন্টারভিউের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে। 

যদি আপনি ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হন এবং এখনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত না করে থাকেন, তবে অবিলম্বে যোগাযোগ করুন। নতুন জব ড্রাইভের তারিখ জানতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন