রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  এই বেকারত্বের যুগে একটি স্থায়ী চাকরি পাওয়া অনেকেরই স্বপ্ন, তাই সেই স্বপ্ন যদি আপনারও থাকে তাহলে আপনার জন্য চলে এসেছে একটি নতুন খুশির খবর। নাদিয়া জেলার অন্ধাধারা প্রকল্পের আওতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত যুবক ও যুবতীদের আবেদন করার জন্য অনুরোধ করছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।

Nadia District Job 2025: বিবরণ

পদের নাম: Community Resources Person Enterprise Promotion (CRP-EP)

শূন্যপদের সংখ্যা: এখানে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন: যে এই পদে চাকরি প্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে

কী কী যোগ্যতা প্রয়োজন

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এবং সঙ্গে একটি ইনস্টিটিউট থেকে কম্পিউটার কোর্স কমপ্লিট করতে হবে।

বয়স সীমা: ২৫ থেকে ৪৫

কিভাবে আবেদন করবেন

আবেদন করতে আগ্রহী সমস্ত প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে পুরোপুরি অফলাইন এর মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি উপায় মেনে চলতে হবে।

প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করুন। এরপর সেটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করুন। তারপর সেই প্রিন্ট আউট করা আবেদন ফর্মটি র উপর নিজের সমস্ত বায়োডেটা দিয়ে পূরণ করুন। এবং সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি জেরক্স করে সংযুক্ত করুন। এরপর সেই পূরণ করা ফর্মটিকে একটি খামে ভর্তি করে নিচে দেওয়া ঠিকানায় জমা করুন।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

আরও পড়ুন:– BECIL-এ ৯ ধরনের পদে লোক নেওয়া হচ্ছে, শুরুতেই বেতন ১৮,৯৯৩ টাকা, এখনই আবেদন করুন

আবেদন পত্র জমা করার ঠিকানা: Ranaghat – । Development, Block, Habibur, Near Habibur ISCON Mandir

আবেদনের তারিখ:

  • আবেদন প্রক্রিয়া শুরু – ০৪/০২/২০২৫
  • আবেদন প্রক্রিয়া শেষ – ১২/০২/২০২৫

কিভাবে নির্বাচন করা হবে

আবেদনকারী সকল প্রার্থীদের বাছাই করা হবে নিচে দেওয়া চারটি পদ্ধতির মাধ্যমে।

  • লিখিত পরীক্ষা।
  • কম্পিউটার পরীক্ষা।
  • দক্ষতা পরীক্ষা।
  • ইন্টারভিউ।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট www.burdwanmunicipality.gov.in

 

আরও পড়ুন:– কী ভাবে ব্যবহার করবেন ভারতীয় রেলের ‘বুক নাউ পে লেটার’ সুবিধা? জানুন এক ক্লিকেই

আরও পড়ুন:– ‘গুলির আঘাতে ব্যান্ডেড’, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন