Bangla News Dunia , Rajib : কলকাতায় ‘সেমিকন্ডাক্টর কারখানা’ নির্মাণের খবর আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হচ্ছে পৃথক সেমিকন্ডাক্টর নীতিও। তবে আগামী বিশ্ববঙ্গ সম্মেলনে থাকছে আরও বেশ কিছু চমক। জাপান থেকে বড় বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে রাজ্যে। শুক্রবার বিজিবিএস-এর প্রস্তুতি বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
প্রস্তুতি বৈঠকে এ দিন মুখ্যমন্ত্রী জানান, জাপান থেকে বড় প্রতিনিধি দল আসছে আগামী বাণিজ্য সম্মেলনে। জাপানের বেশ কয়েকটি বড় সংস্থা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। ক্ষুদ্র, মাঝারি শিল্প, পর্যটন, চর্ম, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নতুন বিনিয়োগের সম্ভাবনা বেশি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘অন্যান্য বছরের শিল্প সম্মেলনকে ছাপিয়ে যাবে এ বারের আয়োজন।’
আলিপুরে সৌজন্য প্রেক্ষাগৃহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। গত বছর ২১ ও ২২ নভেম্বর বিজিবিএস-এর আয়োজন করা হয়েছিল। এ বছর কোনও বাণিজ্য সম্মেলন করা হচ্ছে না রাজ্যে। পরিবর্তে আগামী বছরের শুরুতেই ৫ ও ৬ ফেব্রুয়ারি নিউ টাউনে দু’দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বারের সম্মেলনকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে।
রাজ্যে পর্যটন শিল্পে উন্নতির দিকেও রয়েছে বিশেষ নজর। মুখ্যমন্ত্রী শুক্রবারের বৈঠকে জানান, বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে সিনেমার শুটিংয়ের জন্য অন্য রাজ্যের পরিচালক এবং প্রযোজকদের এ রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। তাঁদের সামনে বাংলার রূপকে তুলে ধরার জন্য একটি ডকুমেন্টারি বানানো হয়েছে। ডকুমেন্টারি নির্মাতা পরিচালক গৌতম ঘোষ। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে বরাবরই দাবি করা হয়েছে লগ্নির সেরা গন্তব্য বাংলা। আসন্ন সম্মেলনেও বণিকমহলের সামনে সেই বার্তা নিয়েই ঝাঁপাবে রাজ্য বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।