রাজ্যে তৈরি হবে রাম মন্দির, কোথায়? বড় ঘোষণা শুভেন্দুর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

suvendu-adhikari

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম বড় হাতিয়ার ছিল অযোধ্যার রাম মন্দির। যদিও রাম মন্দির নির্মাণ ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়ে বিতর্কের শেষ নেই। এ বার রাজ্যেও ‘রাম মন্দির’ তৈরির কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোথায় হবে সেই মন্দির?

বুধবার নন্দীগ্রামে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই মিছিল থেকেই রাজ্যে ‘রাম মন্দির’ নির্মাণের কথা ঘোষণা করেন শুভেন্দু। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেই রাম মন্দিরের কথা ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই 

শুভেন্দু বলেন, ‘সোনাচূড়াতে আমার আড়াই বিঘা একটি জায়গা রয়েছে। ওই জায়গাতেই আমরা স্থায়ীভাবে রাম মন্দির নির্মাণ করব। আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।’ বুধবার নন্দীগ্রামের জানকীনাথ মন্দির থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত পদযাত্রায় পা মেলান শুভেন্দু।

অযোধ্যার রাম মন্দিরের ভাবাবেগকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা করেছিল বিজেপি। যদিও, রাজ্যের ক্ষেত্রে সেটা আদৌ কাজে লাগেনি বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। ২৬-এ রয়েছে রাজ্যে বিধানসভা ভোট। নিজের কেন্দ্রেই রাম মন্দির নির্মাণ করে সেই একই পথে হাঁটতে চলেছেন শুভেন্দু? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

তবে বিষয়টিতে আমল দিতে চাইছে না শাসক দল। বাংলার মাটিতে ধর্ম নিয়ে রাজনীতির জায়গা নেই বলে দাবি তৃণমূলের। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি উন্নয়ন বাদ দিয়ে শুধু এই নিয়ে থাকুক। সন্ন্যাস গ্রহণ করে কুম্ভমেলা চলে যাক, ধর্ম নিয়ে প্রচার করুক। এই সব মানুষকে নিয়ে বেশি কিছু বলার নেই।’

আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে

আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন