রাজ্যে ২৫০০ কোটি টাকার লগ্নি-প্রস্তাব, প্রচুর কর্ম সংস্থানের সম্ভাবনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দক্ষিণ শহরতলির মহেশতলার উৎপল দত্ত মঞ্চে একটি শিল্প সম্মেলন আয়োজিত হলো সম্প্রতি।

রাজ্যের অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে ‘সিনার্জি অ্যান্ড বিজ়নেস ফেসিলিটেশন কনক্লেভ’–এর আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে ৪৫০ জন শিল্প উদ্যোক্তা অংশ নেন।

আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা

তাঁদের কাছ থেকে ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে। ক্ষুদ্র, মাঝারি শিল্পের ক্ষেত্রে ব্যাঙ্ক লোন কী ভাবে পাওয়া যায়, সেই পদ্ধতিকে আরও কী করে সরল করা যায়, তা নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে।

শিল্পদ্যোগীরা আশা করছেন, আগামী দিনে এই দুই জেলায় অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগের পরিমাণ ছ’হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এই আশা বাস্তবায়িত হলে দুই জেলায় অন্তত ৭০ হাজার কর্ম সংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা।

এই সম্মেলনে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও দিলীপ মণ্ডল–সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন