রামমন্দিরের প্রথম বর্ষপূর্তি, ঘি-মধুতে পঞ্চামৃত অভিষেক হল রামলালার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ২০২৪ সালের ২২ জানুয়ারি, অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিথি, নক্ষত্র মেনে এবার মন্দির কমিটি মহা সমারোহে পালন করছে প্রথম বর্ষপূর্তি। চলতি বছর ১১ জানুয়ারি এই বিশেষ তিথি পড়েছে। সেই কারণে আজই অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা এবং উদ্বোধনের বার্ষিক উৎসব চলছে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

শনিবার সকাল থেকে শুরু হয়েছে রামলালার বিশেষ পুজো (Ram Temple’s 1st Anniversary)। দুধ, দই, ঘি, মধু দিয়ে রামলালাকে অভিষেক করানো হয়। তারপর গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় রামের মূর্তিকে। রামলালার জন্য তৈরি করা হয়েছে ৫৬ রকমের ভোগ। ভোগদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই ভোগ ভাগ করে দেওয়া হবে ভক্তদের মধ্যে। পাশাপাশি মন্দির চত্বর জুড়ে শুরু হয়েছে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ। বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এরপর শুরু হবে শ্রীরাম মন্ত্রোচ্চারণ, রামরক্ষা স্তোত্র ও হনুমান চালিশা। ৬টা থেকে শুরু হবে ভজন ও কীর্তন। এছাড়াও ভক্তদের জন্য থাকছে ভোগের ব্যবস্থা।

অন্যদিকে, রামলালার পুজো উপলক্ষ্যে সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। তবে এত ভিড় নিয়ে সতর্ক রয়েছে মন্দির কর্তৃপক্ষ। কেননা সম্প্রতি তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে পদপিষ্টের ঘটনা ঘটেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে চারদিকে সজাগ দৃষ্টি রেখেছে রামমন্দির কর্তৃপক্ষ।


আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন