রাষ্ট্রপতিকে খুন করতে সুপারি দিলেন উপরাষ্ট্রপতি! দেশ জুড়ে চূড়ান্ত ডামাডোল

By Bangla News Dunia Rajib

Published on:

khun

Bangla News Dunia , Rajib : রাষ্ট্রপতিকে হত্যার হুমকি দিলেন খোদ উপ-রাষ্ট্রপতি! এর ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। চুড়ান্ত ডামাডোল তৈরি হল ফিলিপাইন্সে। শনিবার (২৩ নভেম্বর) সকালে, সেই দেশের উপ-রাষ্ট্রপতি সারা দুতের্তে প্রকাশ্যেই রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তাঁকে খুন করা হয়, তবে রাষ্ট্রপতি মার্কোস ও তাঁর স্ত্রী এবং ফিলিপাইন্স সংসদের অধ্যক্ষকেও খুন হতে হবে। ইতিমধ্যেই তিনি এক পেশাদার খুনীকে এই বিষয়ে সুপারি দিয়েছেন।

শুক্রবার, ফিলিপাইন্সের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, উপ-রাষ্ট্রপতির এই হুমকিকে মোটেও হাল্কাভাবে দেখছে না তারা। এই বিষয়ে তদন্ত করা হবে। রবিবার (২৪ নভেম্বর), সেই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এডুয়ার্ডো আনো বলেছেন, রাষ্ট্রপতির প্রতি সমস্ত হুমকিকেই তাঁরা অত্যন্ত গুরুত্ব দেন। পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে এই হুমকি এবং সম্ভাব্য অপরাধীদের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, “রাষ্ট্রপতির প্রাণ সংশয় হয়, এমন যেকোন হুমকি জাতীয় নিরাপত্তার বিষয় হিসাবে বিবেচনা করি আমরা।” রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় বলেছে, “অভিযোগ প্রমাণ হলে, উপ-রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তি পেতে হতে পারে।”

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

উপ-রাষ্ট্রপতি দুতের্তের বিরুদ্ধে সরকারি তহবিলের অপব্যবহার করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে তাঁর চিফ-অব-স্টাফ বাধা দিচ্ছেন, এই অভিযোগে তাঁকে জেলে পাঠানো হয়েছে। এরপরই, রাষ্ট্রপতি মার্কোসের জুনিয়রকে ওই হুমকি দেন দুতের্তে। তিনি পিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি, রড্রিগো দুতের্তের মেয়ে। বছর দুয়েক আগেও রাষ্ট্রপতি মার্কোসের সঙ্গে তাঁর অত্যন্ত ভাল সম্পর্ক ছিল। ২০২২ সালে তাঁরা এক সঙ্গেই নির্বাচনে জিতে সেই দেশের দুই শীর্ষপদ গ্রহণ করেছিলেন। কিন্তু, বৈদেশিক নীতি-সহ বিভিন্ন নীতিগত বিষয়ে পার্থক্যের জন্য, চলতি বছরে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়।

সেই দেশে মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি রড্রিগো দুতের্তে। তাঁর এই অভিযানে সেই দেশের ৬,০০০-এর বেশি মানুষের প্রাণ গিয়েছে। এই মাদক বিরোধী অভিযানের নৃশংসতা নিয়ে প্রস্ন তুলেছে বর্তমান প্রশাসন। তাছাড়া, শিক্ষা সচিব থাকাকালীন সরকারি তহবিল ব্যবহারের বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সারা দুতের্তের বিরুদ্ধেও। রড্রিগো এবং সারা দুজনেই তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তবে, ফাটল ক্রমেই চওড়া হয়েছে সারা দুতের্তে এবং ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মধ্যে।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন