রাস্তায় হাঁটার সময়ে হেলমেট না পরার ‘শাস্তি’ হিসাবে দিতে হলো জরিমানা, জেনে নিন কি ঘটেছিলো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়েও হেলমেট পরতে হয় নাকি? দেশের আইন কি বদলে গেল? সম্প্রতি মধ্যপ্রদেশের পান্না জেলায় একটি ঘটনায় উঠছে প্রশ্ন।

অভিযোগ, মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ করার জন্য বাইক নিয়ে বার হয়েছিলেন পান্না জেলার বাসিন্দা সুশীল কুমার শুক্লা। অজয়গড় পুলিশ স্টেশন এলাকায় একটি জায়গায় নিজের বাইক পার্ক করে তিনি নিমন্ত্রণ সেরে ফিরছিলেন। অভিযোগ, হেঁটে বাইকের কাছে যাওয়ার সময়ে এক পুলিশ আধিকারিক তাঁকে হেলমেট না পরার জন্য জরিমানা করেন। ইতিমধ্যেই পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।

আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন

ঠিক কী ঘটেছিল?

সুশীল কুমার শুক্লা দাবি করেছেন, তিনি সম্প্রতি মেয়ের জন্মদিনে আমন্ত্রণ জানানোর জন্য অজয়গড় পুলিশ স্টেশন এলাকায় গিয়েছিলেন। একটি পুলিশ ভ্যানের পাশে তিনি তাঁর বাইকটি পার্ক করেন। নিমন্ত্রণ সেরে তিনি ধীরে ধীরে বাইকটির দিকে এগোচ্ছিলেন। সেই সময়ে এক পুলিশ অফিসার তাঁকে জোর করে ভ্যানে তোলে বলে অভিযোগ। কোন অপরাধে তাঁকে আটক করা হলো? তা বারবার জিজ্ঞাসা করতে থাকেন শুক্লা। কিছুক্ষণ পরে পুলিশ অফিসার তাঁর বাইকের রেজিস্ট্রেশন নম্বর লিখে নেন এবং হেলমেট না পরার অভিযোগে করা হয় জরিমানাও।

এরপর পান্নায় নিজের বাড়ি ফিরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনায় পুলিশ সুপার জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে এবং তার প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন