রাহুল গান্ধির দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেন্দ্রের অবস্থান কী ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

rahul gandhi

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ভারতীয় নাগরিকত্ব খারিজের বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চাইল দিল্লি হাইকোর্ট ৷ তাঁর দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী বছরের 13 জানুয়ারি ৷

সুব্রহ্মণিয়াম স্বামী নোটিশ জারির কথা উত্থাপন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভিভু বাখরু এবং বিচারপতি তুষার রাও গেডেলার বেঞ্চ বলে, “আমরা কেন্দ্রের অবস্থান জানতে চাই ৷ তারপর প্রয়োজন হলে নোটিশ পাঠানো হবে ৷”

গত 16 অগস্ট এই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের ভারতীয় নাগরকিত্ব বাতিলের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী ৷ তাঁর হয়ে এই মামলাটি দায়ের করেন আইনজীবী সত্য সভরওয়াল ৷ মামলায় জানানো হয়েছে, 2019 সালে স্বামী স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়ে জানান, 2003 সালে ব্রিটেনে ব্যাকঅপস লিমিটেড নামের একটি কোম্পানির নাম নথিভুক্ত হয় ৷ এই কোম্পানির অন্যতম ডিরেক্টর রাহুল গান্ধি ৷

আরো পড়ুন:- চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট

সুব্রহ্মণিয়াম স্বামী দাবি করেন, ওই কোম্পানির বার্ষিক আয়কর জমা দেওয়ার ফাইলে রাহুল গান্ধিকে ব্রিটিশ নাগরিক হিসাবে দেখানো হয়েছে ৷ আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল 2005 সালের 10 অক্টোবর এবং 2006 সালের 31 অক্টোবর ৷ 2009 সালের 17 ফেব্রুয়ারি কোম্পানিটি ভেঙে দেওয়ার আবেদনপত্রেও রাহুল গান্ধিকে ব্রিটিশ নাগরিক হিসাবে উল্লেখ করা হয়েছে ৷ তাঁর আরও অভিযোগ, কংগ্রেস সাংসদ একদিকে ভারতের নাগরিক ৷ পাশাপাশি তিনি ব্রিটিশ নাগরিকও ৷ এই দ্বৈত নাগরিকত্বের ফলে তিনি সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিকত্ব আইন লঙ্ঘন করেছেন ৷ উল্লেখ্য, 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও ব্যক্তি ইচ্ছাকৃত অন্য কোনও দেশের নাগরিকত্ব গ্রহণ করলে, তিনি ভারতীয় নাগরিক থাকতে পারে না ৷

আদালতের কাছে করা আবেদনে সুব্রহ্মণ্যম স্বামী উল্লেখ করেন, 2019 সালের 29 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রক প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে চিঠি দিয়ে দু’সপ্তাহের মধ্য়ে এর ব্যাখ্যা চায় ৷ এরপর পাঁচ বছর কেটে গিয়েছে ৷ কোনও ব্যাখ্যা দেননি রাহুল ৷ এই অবস্থায় আদালতেরই স্বরাষ্ট্র মন্ত্রককে পরবর্তী পদক্ষেপ নিয়ে নির্দেশ দেওয়া উচিত ৷

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন