Bangla News Dunia , Pallab : মূল্যবৃদ্ধির পাশাপাশি মোবাইল রিচার্জের খরচ নিয়ে একপ্রকার নাজেহাল দশা আমজনতার। গত জুলাই মাসেই একধাক্কায় অনেকটাই দাম বেড়ে গিয়েছে Jio, Airtel থেকে Vi এর রিচার্জের। তবে একমাত্র বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) হল এমন একটি কোম্পানি যে কোনোরকম দাম বৃদ্ধি করেনি। উল্টে একাধিক সস্তার প্ল্যান এনেছে। সম্প্রতি এমনই একটি নতুন রিচার্জ আনল BSNL।
ফের ধামাকা রিচার্জ প্ল্যান আনল BSNL
এমনিতেই বাজারের বাকি টেলিকম কোম্পানির তুলনায় BSNL এর রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কম। তবে যারা বারবার রিচার্জের ঝামেলা না রেখে একেবারে গোটা বছরের রিচার্জ করতে পছন্দ করেন তাদের জন্য সস্তায় নতুন প্ল্যান লঞ্চ করল BSNL। কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন
BSNL এর ৪২৫ দিনের রিচার্জ প্ল্যান
এই রিচার্জটি একবার করলেই ৪২৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, অর্থাৎ একবছরেও বেশি নিশ্চিন্ত। শুধু তাই নয়, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডেটা ও ১০০টি এসএমএস পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি ছোট্ট শর্ত রয়েছে। সেটা হল কলিং, ডেটা ও এসএমএস এর সুবিধা পাওয়া যাবে ৩৯৫ দিনের জন্য। বাকি ৩০ দিন ভ্যালিডিটি থাকলেও বাকি সুবিধা পাওয়া যাবে না। আর এই প্ল্যানটি শুধুমাত্র তারাই রিচার্জ করতে পারবেন যাদের রিচার্জ শেষ হওয়ার পর গ্রেস পিরিয়ড শেষ হয়ে গিয়েছে।
এবার প্রশ্ন হল কত টাকা খরচ হবে এই রিচার্জের জন্য। উত্তর হল ২০৯৯ টাকা। অর্থাৎ দৈনিক খরচ ৫ টাকার থেকেও কম। তাহলে যাদের রিচার্জ রয়েছে, শেষ হলে নতুন রিচার্জ করতে চান তাঁরা এই প্ল্যানের সুবিধা পাবেন কি করে? এক্ষেত্রে একটু বেশি খরচ করে হবে। যদি রেগুলার গ্রাহকেরা ৪২৫ দিন ভ্যালিডিটি প্লেনটি রিচার্জ করতে চান তাহলে ২৩৯৯ টাকা খরচ করতে হবে। তবে এক্ষেত্রেও সমস্ত সুবিধা কিন্তু ৩৯৫ দিনের জন্যই পাওয়া যাবে। শেষ ৩০ দিন শুধুমাত্র ভ্যালিডিটি থাকবে।
আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025