Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ আসতেই শুরু হয়ে গেল ‘বিটা’র যুগ। মানে, জেনারেশন বিটা। তারা নাকি প্রযুক্তির সাহচর্য পাবে। বেড়ে উঠবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে। তাদের ঘিরে থাকবে ইমার্সিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। আর কী কী তারা পাবে, জল্পনা চলছেই। কিন্তু শিরোনামে এখনও জেন আলফা।
জেন বিটার দাদা কিংবা দিদি, ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত যারা জন্মেছে, তারাই জেনারেশন আলফা। ২১ শতকের এই প্রজন্মও দৌড়চ্ছে প্রযুক্তির হাত ধরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এদেরও সঙ্গী। বেড়ে ওঠা ডিজিটাল এনভায়রনমেন্টে। যতই হোক, এরাই তো ‘আইপ্যাড কিডস’ (ipad kids)! আর ‘নিজস্ব ভাষা’য় এরা এখনই টেক্কা দিচ্ছে জেন জ়ি বা মিলেনিয়ালদের।
প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়া সব কিছুর অতিরিক্ত ব্যবহার করতে করতে নিজস্ব কিছু ভাষা তৈরি করে ফেলে অনেকেই। জেন জ়ি বা মিলেনিয়ালদেরও ছিল এ রকম ভাষা বা ল্যাঙ্গুয়েজ (ল্যাং-ও বলতে পারেন)। কিন্তু জেন জ়িকে প্রতি পদে টেক্কা দিচ্ছে আলফারা। বিশেষত, টার্মিনোলজির ক্ষেত্রে। নতুন এই সব শব্দ শুনে ভিরমি খেতে পারেন মিলেনিয়াল বা জেন জ়ি-রা।
মর্নিং কনসাল্টের সমীক্ষায় দেখা গিয়েছে, জেন আলফাদের অভিভাবকদের ২৯% বাচ্চার ভাষাই বুঝতে পারে না। ৮-১০ বছরের বাচ্চা কী শব্দ ব্যবহার করছে, তা বুঝতে চমকে যান ৪৩ শতাংশ বাবা-মা। কিন্তু এই জেন আলফার বাবা-মা কারা জানেন? বেশিরভাগই হলো মিলেনিয়াল। কিছু জেন জ়িও রয়েছে, কিন্তু তা নগণ্য।
‘রিজ়’—শব্দটা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পায় এবং ২০২৩ সালে ‘অক্সফোর্ড প্রেস ওয়ার্ড অফ দ্য ইয়ার’ হয়। এই শব্দটা জনসমক্ষে এনেছিলেন জেন জ়ি-এর ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড। কিন্তু এই শব্দের আসল ‘রিজ়’ জেন আলফায় লুকিয়ে। এই শব্দ জেন আলফা সবচেয়ে বেশি ব্যবহার করে। শুধু ‘রিজ়’ নয়, ‘বেট’, ‘সাস’, ‘বুসিন’, ‘ক্যাপ’, ‘গিইয়ট’, ‘সিগমা’, ‘ল’, ‘ফ্যানুম ট্যাক্স’, ‘টি’— এমন অসংখ্য ‘ল্যাং’ ও ‘স্ল্যাং’ রয়েছে জেন আলফার শব্দভাণ্ডারে। ‘রিজ়’ অর্থাৎ আকর্ষণ, সাস মানে সাসপিসিয়াস, ‘নো ক্যাপ’ অর্থাৎ মিথ্যে না বলা, ‘সিগমা’ ব্যবহার হয় স্বাধীন, আত্মবিশ্বাসী মানুষকে বোঝানোর ক্ষেত্রে। এমন ঝুড়ি ঝুড়ি শব্দ রয়েছে, যার অর্থ মিলেনিয়ালদের ধরা ছোঁয়ায় বাইরে। কিন্তু এত শব্দের উৎপত্তি আলফারা করছে কী ভাবে? সবটাই কি সোশ্যাল মিডিয়ার দৌলতে?
আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন
ছ’বছরে পা দেওয়ার আগেই হাতে ট্যাবলেট পেয়ে যায় এই ‘আইপ্যাড কিডস’দের ৪৩%। ১০ বছর বয়স থেকেই স্মার্টফোন নিয়ে ঘোরে ৫৮ শতাংশ আলফারা। দিনের প্রায় ৮৪ মিনিট তারা কাটায় ইউটিউবে ভিডিয়ো দেখে। ভারতে টিকটক ব্যান হলেও পশ্চিমী দেশগুলোতে জেন আলফারা সবচেয়ে বেশি এই সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের দাবি, ১৪ বছরের কম বয়সিরা সবচেয়ে বেশি টিকটক ব্যবহার করে। শুধু তা-ই নয়, সোশ্যাল মিডিয়ার প্রতি এদের এত বেশি অ্যাডিকশন, যে আলফারা নিজের বাড়ির লোকের থেকে বেশি ইনফ্লুয়েন্সারদের কথায় বিশ্বাসী।
ইমার্কেটারের করা একটি সমীক্ষা বলছে, ৩ কোটি ৬০ লক্ষের বেশি বাচ্চা (০-১১ বছর বয়সের খুদেরা) দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্ত ইন্টারনেট ব্যবহার করে। ৬৫ শতাংশ জেন আলফা যাদের ৮ থেকে ১০ বছর বয়স, তারা দিনের ৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়। ৪৪% জেন আলফা নিয়মিত টিকটক ব্যবহার করে। ৩০ শতাংশ বাচ্চা ইউটিউব ও ইউটিউব শর্টস দেখে দিনের দু’ঘণ্টা।
এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, জেন আলফাদের জীবনে সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেট কালচারের প্রভাব বেশি। সেখান থেকেও বাড়ছে ‘ল্যাং’ ব্যবহারের চল। যত দিন যাচ্ছে, নতুন প্রজন্মের ভাষায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এত দিন পর্যন্ত জেন জ়ি-এর ডেটিং টার্মস ছিল চর্চায়। এখন আলোচনা হচ্ছে জেন আলফার শব্দমালা নিয়ে। আগামী দিনে জেন বিটা কী-কী শব্দ ব্যবহার করতে চলেছে, সেটাই দেখার।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025