রিলায়েন্স জিও আনল ২০২৫-এর সেরা প্ল্যান, একবার রিচার্জ করলেই প্রচুর সুবিধা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : নতুন বছরে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণ প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও। দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি এবং প্রচুর পরিমাণে ডেটা অফারের এই প্ল্যানগুলি বিশেষভাবে সেই সমস্ত গ্রাহকদের জন্য উপযোগী হবে, যারা একবার রিচার্জ করেই পুরো বছর নিশ্চিন্তে থাকতে চান। 

এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্ল্যানটি হল ‘New Year Welcome Plan,’ যা গ্রাহকদের মাত্র ২০২৫ টাকায় দিচ্ছে আনলিমিটেড সুবিধা। 

এই প্ল্যানে কি কি সুবিধা পাবেন?

রিলায়েন্স জিওর New Year Welcome Plan এর বিশেষ সুবিধাগুলি হল-

  • মোট ৫০০ GB ডাটা পাওয়া যাবে (প্রতিদিন ২.৫ GB করে)। 
  • ২০০ দিন ভ্যালিডিটি থাকবে।
  • আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকবে।
  • আনলিমিটেড SMS এর সুবিধা থাকবে।
  • এছাড়া ২১৫০ টাকার পার্টনার কুপনের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে, যা থেকে শপিং এবং ট্রাভেলের ছাড় পাওয়া যাবে।

এই প্ল্যানটি মূলত তাদের জন্য, যারা ইন্টারনেট ব্যবহার বেশি করেন এবং বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান। 

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

বছরভিত্তিক আরো আকর্ষণীয় প্ল্যান

রিলায়েন্স জিও তাঁদের গ্রাহকদের জন্য আরও দুটি দীর্ঘমেয়াদি প্ল্যান নিয়ে এসেছে। সেগুলি হল-

জিওর ৩৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে যে সুবিধাগুলি মিলবে সেগুলি হল-

  • ৩৬৫ দিনের ভ্যালিডিটি থাকবে।
  • প্রতিদিন ২.৫ GB করে ডেটা দেওয়া হবে এবং আনলিমিটেড 5G ডেটা প্রদান করা হবে। 
  • আনলিমিটেড কলিং সুবিধা থাকবে। 
  • প্রতিদিন ১০০টি করে SMS এর সুবিধা থাকবে।
  • এছাড়া অতিরিক্ত  JioTV, JioCloud, এবং JioCinema-এর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, পাশাপাশি JioTV মোবাইল অ্যাপে FanCode-এর সাবস্ক্রিপশন থাকবে।

জিওর ৩৫৯৯ টাকার প্ল্যান 

এই প্ল্যানটিতে যে সুবিধাগুলি মিলবে সেগুলি হল-

  • ৩৬৫ দিনের ভ্যালিডিটি থাকবে।
  • প্রতিদিন ২.৫ GB করে ডেটা দেওয়া হবে এবং আনলিমিটেড 5G ডেটা প্রদান করা হবে। 
  • আনলিমিটেড কলিং সুবিধা থাকবে। 
  • প্রতিদিন ১০০টি করে SMS এর সুবিধা থাকবে।
  • এছাড়াও JioTV, JioCloud এবং JioCinema-এর অ্যাক্সেস থাকবে, তবে FanCode সাবস্ক্রিপশন পাওয়া যাবে না।

প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখার জন্য আকর্ষণীয় প্ল্যান 

রিলায়েন্স জিও ২০২৫ সালের জন্য তার নতুন প্ল্যানগুলোতে শুধু সাশ্রয়ী মূল্যের সুবিধা নয়, বরং ডেটা, কল এবং বিনোদনের দিক থেকেও গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবা প্রদান করবে। নতুন বছরের এই প্ল্যানগুলো ভারতের টেলিকম ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা আরো বাড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

প্ল্যানগুলো কেন গ্রাহকদের জন্য উপযোগী?

এই প্ল্যানগুলি গ্রাহকদের একাধিক কারণে সাহায্য করছে, সেই কারণগুলি হল-

  • দীর্ঘ মেয়াদী রিচার্জের সুবিধা,
  • আনলিমিটেড ডাটা এবং কলিং এর মাধ্যমে খরচের দিক থেকে সাশ্রয়, 
  • জিওর বিভিন্ন ডিজিটাল পরিষেবা একত্রে পাওয়া।

তাই যদি আপনিও নতুন বছরে সেরা মূল্যের প্ল্যান পেতে চান তাহলে রিলায়েন্স জিওর এই প্ল্যানগুলি আপনার জন্য আদর্শ।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন