Bangla News Dunia, সমরেশ দাস : – Jio BSNL এবং ACT ফাইবারনেট এর পথে পা রেখে বাজারে একটি নতুন প্ল্যান নিয়ে এলো যাকে নাম দিয়েছে ‘বাড়ি থেকে কাজ করার প্ল্যান’ ।
Jio-র এই প্ল্যান এ শুধু মাত্র ইন্টারনেট পরিষেবা ছাড়া গ্রাহকরা আর কোনো সুবিধা পাবেন না । এই প্ল্যান এর দাম রাখা হয়েছে ২৫১ টাকা, আর এই প্ল্যান এ গ্রাহকেরা পেয়ে যাচ্ছেন ২জিবি ডাটা প্রতিদিন মোট ৫১ দিনের জন্য । গ্রাহকেরা মোট ১০২জিবি ডাটা এই রিচার্জ করলে পাবেন । যদি প্রতিদিনের যা ডাটা বেঁধে দেওয়া আছে তা কোনো গ্রাহক শেষ করে ফেলেন তাহলে তিনি ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত হবেন না , তিনি আনলিমিটেড ডাটা করতে পারবেন শুধু সে ক্ষেত্রে তার স্পিড লিমিট কমে গিয়ে হবে ৬৪ KBPS । এই প্ল্যান এ শুধু মাত্র ইন্টারনেট ছাড়া আর কিছুই কিন্তু পাওয়া যাবে না , কোনো কল বা SMS কিছুই কিন্তু থাকছে না ।
[ আরো পড়ুন :- বিরাট অফার এই ফোন মাত্র ১৩,৯৯৯ টাকায় ৬৪ MP ক্যামেরা , ৬ জিবি রেযাম পাবেন ]
যারা গ্রাহক আছেন যাত্রা এই প্ল্যান পাবেন Myjio বলে app টি আছে সেখানে । জিওর ওয়েবসাইট এ এই প্ল্যান পাওয়া যাবে ৪জি ডাটা ভোউচের বলে যে বিভাগে ।
জিও ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান টি আনলো ঠিক BSNL এবং ACT Fibernet তাদের কাস্টমার দেড় জন্য এই প্ল্যান বাজাজে আনার পর ই ।
[ আরো পড়ুন :- ভারতের প্রথম ফোল্ডেবল মোবাইল লঞ্চ করতে চলেছে স্যামসুং ]
এটাছাড়া জিও তার আরও সমস্ত ৪জি প্ল্যান গুলো তে বদল এনেছে । সেগুলো জানতে গ্রাহকেরা তাদের সাইট বা Myjio app লগইন করতে পারেন ।