Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের ক্ষেত্রে সবচেয়ে উষ্ণ বছরের তকমা পেল ২০২৪। ১৯০১ সালের পর থেকে সদ্য শেষ হওয়ার বছরই ছিল সবচেয়ে উষ্ণ, এমনই তথ্য দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। পিটিআই সূত্রের খবর, IMD জানিয়েছে এই বছরের গড় সর্বনিম্ন তাপমাত্রা লং-পিরিয়জ অ্যাভারেজ বা দীর্ঘকালীন গড় তাপমাত্রার তুলনায় ০.৯০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
২০২৪ সালে ভূমিতলে স্পর্শ করে থাকা বায়ুর (Land Surface Air) বার্ষিক গড় তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘকালীন গড়ের চেয়ে ০.৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে জানিয়েছে IMD।
আরও পড়ুন:– R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত
এর আগে এই রেকর্ড ছিল ২০১৬ সালে। ওই বছরে ভূমিতলে স্পর্শ করে থাকা বায়ুর (Land Surface Air) বার্ষিক গড় তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘকালীন গড়ের চেয়ে ০.৫৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
ইউরোপের আবহাওয়া সংক্রান্ত এজেন্সি কোপারনিকাস জানিয়েছে, ২০২৪ সাল উষ্ণতম বছরের রেকর্ড তৈরি করেছে। প্রাক শিল্প বিপ্লব যুগে পৃথিবীতে যা গড় তাপমাত্রা ছিল, তার চেয়ে গড়ে দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হয়ে গিয়েছে ২০২৪ সালে। আবহাওয়া বিজ্ঞানীদের ২টি দল, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রাল যে রিভিউ রিপোর্ট তৈরি করেছে, সেখানে তারা দাবি করেছে ২০২৪ সালে তীব্র তাপপ্রবাহের (Days of Dangerous Heat) দিনের সংখ্যাও বেশি ছিল।
আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল
আরও পড়ুন:– কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025