Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের বাজারে লঞ্চ করল শাওমির বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৪ সিরিজ়ের স্মার্টফোন। রেডমি নোট ১৪, রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস- এই তিনটি মডেল সোমবার লঞ্চ হয়েছে। এই তিন ৫জি স্মার্টফোনে রয়েছে এআই পাওয়ার্ড ইমেজ এডিটিং টুল। যা দিয়ে কোনও ছবি তুলে তাকে ইচ্ছামতো রূপ দিতে পারবেন ইউজ়াররা। ইভি গ্রেড ব্যাটারি রয়েছে এতে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম রয়েছে এই তিনটি স্মার্টফোনে। রেডমি নোট ১৪ সিরিজ়ের ফোনের পাশাপাশি রেডমি বাডস ৬, ৪৯০০ এমএএইচ-এর আল্ট্রা স্লিম পাওয়ার ব্যাঙ্ক এবং আউটডোর স্মার্ট স্পিকারও সোমবার বাজারে এনেছে শাওমি।
রেডমি নোট ১৪: এই সিরিজ়ের স্মার্টফোনের মধ্যে সবথেকে সস্তায় মিলবে রেডমি নোট ১৪। এর রিয়ার ৫০, ৮ এবং ২ মেগাপিক্সেল- মোট তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে এতে। এর ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ব্যাটারি ৫১১০ এমএএইচ-এর। ব়্যাম ও ইন্টারনাল মেমরির সাইজ় অনুযায়ী এই ফোনের দামের তফাত হবে।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
- ৬ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ: ১৮ হাজার ৯৯৯ টাকা।
- ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ: ১৯ হাজার ৯৯৯ টাকা।
- ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ: ২১ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৪ প্রো: রেডমি নোট ১৪ এবং রেডমি নোট ১৪ প্রো স্মার্টফোনের রিয়ার ক্যামেরা একই রয়েছে। তবে এর ফ্রন্ট ক্যামেরা ২০ মেগাপিক্সেলের এবং ব্যাটারি ৫৫০০ এমএএইচ-এর।
- ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ: ২৪ হাজার ৯৯৯ টাকা।
- ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ: ২৬ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৪ প্রো প্লাস: এই স্মার্টফোনের ক্যামেরা আরও নিখুঁত ছবি তুলতে পারদর্শী। ৫০ এমপি প্রাইমারি, ৮ এমপি আল্ট্রা-ওয়াইড এবং ৫০ এমপি টেলিফোটো রিয়ার ক্যামেরা রয়েছে এতে। এর ফ্রন্ট ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৬২০০ এমএএইচ-এর।
- ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজ: ৩০ হাজার ৯৯৯ টাকা।
- ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ: ৩২ হাজার ৯৯৯ টাকা।
- ১২ জিবি ব়্যাম ও ৫১২ জিবি স্টোরেজ: ৩৫ হাজার ৯৯৯ টাকা।
রেডমি বাডস ৬: রেডমির এই ইয়ারবাডের দাম ২ হাজার ৯৯৯ টাকা।
শাওমি সাউন্ট আউটডোর স্পিকার: এই সাউন্ডবারের দাম ৩ হাজার ৯৯৯ টাকা।
সোমবার লঞ্চ হলেও এই ফোন সাধারণ মানুষ কিনতে পারবেন ১৩ ডিসেম্বর থেকে। শাওমি অফিসিয়াল ওয়েবসাইট এবং স্টোরে তা পাওয়া যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজ়নের টোরে তা পাওয়া যাবে। ফ্লিপকার্চ মতো ই-কমার্স সাইট থেকেও এই তিনটি ফোন কিনতে পারবেন গ্রাহকরা।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024