রেডি রাখুন লেপ, কম্বল! দক্ষিণবঙ্গে শীত প্রবেশের চূড়ান্ত দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

By Bangla News Dunia Rajib

Published on:

Weather-13

Bangla News Dunia , Rajib : আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজকের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। এবং এর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন এলাকায়। তবে স্বস্তির বিষয় হল এই যে ওই ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় সরাসরি কোনও প্রভাব পড়বে না।

দক্ষিণবঙ্গে শীত কবে?

তবে এখনই দক্ষিণবঙ্গে শীত এর আমেজ আসবে না। আজ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি থাকলেও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তবে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে আগামীকাল অর্থাৎ রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন এবং সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব

আগামী সপ্তাহেই আবহাওয়ার বিরাট পরিবর্তন

শীত প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। কারণ সেই সময় হিমালয় থেকে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে বঙ্গে। যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে নামবে। ইতিমধ্যেই বাতাসে সামান্য জলীয় বাষ্পের কারণে ভোরের দিকে এবং সকালের দিকে কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে জেলায় জেলায়। আবার হালকা শীতের আঁচ পেতে শুরু করেছে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়ার বাসিন্দারা।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রার এখনই কোনো বড় পরিবর্তন হবে না।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন