Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের সমস্ত চাকরী প্রার্থীদের জন্য চলে এসেছে নতুন বছরে নতুন খুশির খবর। মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির অধীনে রেলওয়ে রিক্রুইমন্ট বোর্ড (RRB) তরফ থেকে প্রকাশিত হল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে তারা PGT, TGT, জুনিয়ার অনুবাদক সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করতে চাইছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
RRB Recruitment 2025: বিবরন
পদের নাম | শূন্যপদের সংখ্যা | মাসিক বেতন |
---|---|---|
পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT) | ১৮৭ টি | লেভেল – ৮ |
বৈজ্ঞানিক সুপারভাইজার | ০৩ টি | লেভেল – ৭ |
ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (TGT) | ৩৩৮ টি | লেভেল – ৭ |
প্রধান আইন সহকারী | ৫৪ টি | লেভেল – ৭ |
পাবলিক প্রসিকিউটর | ২০ টি | লেভেল – ৭ |
শারীরিক প্রশিক্ষণ প্রশিক্ষক | ১৮ টি | লেভেল – ৭ |
বৈজ্ঞানিক সহকারী | ০২ টি | লেভেল – ৭ |
জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি) | ১৩০ টি | লেভেল – ৬ |
সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর | ০৩ টি | লেভেল – ৬ |
স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর | ৫৯ টি | লেভেল – ৬ |
লাইব্রেরিয়ান | ১০ টি | লেভেল – ৬ |
সঙ্গীত শিক্ষক (মহিলা) | ০৩ টি | লেভেল – ৬ |
প্রাথমিক রেলওয়ে শিক্ষক | ১৮৮ টি | লেভেল – ৬ |
সহকারী শিক্ষক (মহিলা) | ০২ টি | লেভেল – ০৬ |
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (স্কুল) | ০৭ টি | লেভেল – ৪ |
ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড III | ১২ টি | লেভেল – ২ |
কী কী যোগ্যতা প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা: রেলওয়ে রিক্রুইমন্ট বোর্ড (RRB) নিয়োগ ২০২৫ এর জন্য কী শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা প্রয়োজন তা নিচে ছকের মাধ্যমে আলোচনা করা হলো।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়স সীমা |
---|---|---|
পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT) | সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং B.Ed. প্রয়োজন। | ১৮-৪৫ বছর |
বৈজ্ঞানিক সুপারভাইজার | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান বা ফিজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি। | ১৮-৪০ বছর |
ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (TGT) | স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে এবং B.Ed. প্রয়োজন। | ১৮-৪৫ বছর |
প্রধান আইন সহকারী | যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি। | ২০-৪০ বছর |
পাবলিক প্রসিকিউটর | যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা। | ২৫-৪৫ বছর |
শারীরিক প্রশিক্ষণ প্রশিক্ষক | শারীরিক শিক্ষায় ডিগ্রি অথবা ডিপ্লোমা। | ১৮-৪০ বছর |
বৈজ্ঞানিক সহকারী | সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি। | ১৮-৩৫ বছর |
জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি) | যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি এবং ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি। | ১৮-৩৫ বছর |
সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর | একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি। | ১৮-৩৫ বছর |
স্টাফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর | যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। | ১৮-৩৫ বছর |
লাইব্রেরিয়ান | একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে স্নাতক ডিগ্রি। | ১৮-৩৫ বছর |
সঙ্গীত শিক্ষক (মহিলা) | একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক ডিগ্রি অথবা প্রাসঙ্গিক ডিপ্লোমা। | ১৮-৩৫ বছর |
প্রাথমিক রেলওয়ে শিক্ষক | যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং D.El.Ed/B.Ed.। | ১৮-৪০ বছর |
সহকারী শিক্ষক (মহিলা) | যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। | ১৮-৩৫ বছর |
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (স্কুল) | যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। | ১৮-৩৫ বছর |
ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড III | যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমানের ডিগ্রি। | ১৮-৩৫ বছর |
কিভাবে আবেদন করবেন
রেলওয়ে রিক্রুইমন্ট বোর্ড (RRB) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করতে হবে।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা। এক ক্লিকে PDF Download করে নিন
- প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন কিংবা সরাসরি এই প্রতিবেদনের নিচে দেওয়া অনলাইন আবেদন লিংকে ক্লিক করুন।
- এরপর নিজের সমস্ত বিবরণ দিয়ে অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন এবং সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন।
- তারপর একবার সবকিছু ভালো ভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে জমা করুন।
আবেদন ফি:
- Genaral/OBC – ক্যাটাগরি প্রার্থীদের জন্য – ৪০০/- টাকা
- SC/ST/PwBD/প্রাক্তন সৈনিক/মহিলা – ক্যাটাগরি প্রার্থীদের জন্য – ২৫০/- টাকা
গুরুত্বপূর্ণ তারিখ:
- অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু – ০৭/০১/২০২৫
- অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ – ০৬/০২/২০২৪
- আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
কিভাবে নির্বাচন করা হবে
রেলওয়ে রিক্রুইমন্ট বোর্ড (RRB) নিয়োগ ২০২৫ এর জন্য যৌগ্য কি না তা যাচাই করা হবে নিচে দেওয়া পদ্ধতির মাধ্যমে।
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
- দক্ষতা পরীক্ষা।
- ডকুমেন্ট যাচাই।
- শারীরিক পরীক্ষা
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbapply.gov.in |
আবেদন লিংক | Apply online |
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন