রেললাইনে পাথর রেখে নাশকতার ছক ! অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেল বন্দেভারত

By Bangla news dunia Desk

Published on:

new vande bharat express

 

Bangla News Dunia , দীনেশ : সম্প্রতি হাওড়ার নলপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। অল্পের জন্য রক্ষা পায় ট্রেনটি। ট্রেনের গতি কম থাকায় বড়সড়ো বিপদ এড়িয়েছে সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। এবার বড় বিপদের হাত থেকে বেঁচে গেল বন্দে ভারত এক্সপ্রেস। বেঁচে গেল একটি মালবাহী ট্রেনও। সোমবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ওডিশায়। সূত্রের খবর, রেল লাইনের ওপরে বড় বড় পাথরের চাই রাখা ছিল। এমনকী খোলা ছিলে লাইনে থাকা প্যান্ডল ক্লিপ। ঘটনায় নাশকতার গন্ধ পাচ্ছেন তদন্তকারীরা।

আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন

আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !

জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটে ওডিশার টিটলাগড়-রায়পুর সেকশনের অন্তর্গত নওয়াপাড়া এবং খারিয়ার রোড স্টেশনের মাঝখানে। সেই সময় ডাউন লাইনে আসছিল একটি মালগাড়ি। সেই লাইনের ওপরে রাখা ছিল বড় বড় পাথর। বিষয়টি নজরে আসে মালগাড়ি চালকের। সঙ্গে সঙ্গে আপতকালীন ব্রেক কষে মাল গাড়িটিকে দাঁড় করিয়ে দেন। সেই সময় আপ লাইনে আসছিল বন্দেভারত এক্সপ্রেস। ঘটনাস্থল থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে ছিল বন্দেভারত। মালগাড়ির চালক নিকটাবর্তী স্টেশনে খবর দেওয়ায় ঘটনাস্থলের আগের স্টেশনে দাড় করিয়ে দেওয়া হয় দ্রুতগতির ট্রেনটিকে।

আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন

রেলের আধিকারিকরা জানিয়েছেন, ১০-১১ মিনিটের মধ্যেই ওই লাইনে পৌঁছে যেত বন্দে ভারত এক্সপ্রেসটি। মালগাড়ির চালক যদি না দেখতে পেতেন তাহলে বন্দে ভারত ওই লাইনে আসার পর মালগাড়িকে লুপ লাইনে দিয়ে বন্দে ভারতকে পার করানো হত। আর তখনই ঘটে যেতে পারতো বড়সড়ো বিপর্যয়। ঘটনায় ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে টিটলাগড় পুলিশ স্টেশনে। নাশকতার অভিযোগই করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সাহসিকতার জন্য মালগাড়ির চালককে পুরস্কৃত করা হয়েছে।

আরো পড়ুন :- পশ্চিমবঙ্গে ফের প্রাইমারী টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন