রেশন কার্ড থাকলেই ৪৫০ টাকায় রান্নার গ্যাস, আগের নিয়ম বদলে গেল

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- সারা দেশে নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়াতে, ভারত সরকারের বেশ কিছু পরিকল্পনা করেছে। সাশ্রয়ী মূল্যে মৌলিক প্রয়োজনীয়তা প্রদান করার জন্য চালু করা হয়েছে একের অধিক যোজনা। যাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন, তাঁরাই পান সরকারি সাহায্য। এরকম আরও একটি সুবিধা হল রেশন কার্ড রয়েছে, এমন পরিবারগুলির জন্য কম দামে রেশনের ব্যবস্থা৷ এখন, সরকার এই পরিবারের জন্যই একটি নতুন নিয়ম চালু করেছে।

নতুন নিয়মটি কী?

ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের (এনএফএসএ) অধীনে, সরকার ইতিমধ্যেই যোগ্য পরিবারকে ভর্তুকি হারে রেশন সরবরাহ করে। এবার থেকে আবার, রেশন কার্ড ধারকদের মাত্র 450 টাকাতেই এলপিজি গ্যাস সিলিন্ডার অফার করা হবে৷ আগে যারা উজ্জ্বলা প্রকল্পের অংশ ছিলেন, তারাই এই দামে সিলিন্ডার পেতে পারে৷ কিন্তু এখন, এই সুবিধা রাজ্যের সমস্ত যোগ্য রেশন কার্ডধারীদের জন্য উপলব্ধ করা হচ্ছে।

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

কে কে উপকৃত হবেন?

এই রাজ্যে বর্তমানে 1 কোটিরও বেশি পরিবার রয়েছে যারা NFSA-এর অংশ। এর মধ্যে, প্রায় 37 লক্ষ পরিবার ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনা থেকে উপকৃত হচ্ছেন। এই যোজনা ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার সরবরাহ করছে। আর এই নতুন নিয়মে, অতিরিক্ত 68 লক্ষ পরিবার 450 টাকা কম দামে গ্যাস সিলিন্ডার পেতে সক্ষম হবে।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

কীভাবে সুবিধা পাবেন?

এই সুবিধা পেতে, রেশন কার্ডধারীদের LPG আইডির সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হবে। গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে, এই পদক্ষেপটি অপরিহার্য। উপরন্তু, রেশন কার্ড ধারকদের অবশ্যই ই-কেওয়াইসি (ইলেক্ট্রনিক নো ইউর কাস্টমার) প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করলেই যথেষ্ট, এটা সরকারের কাছে গ্রাহকের পরিচয় যাচাই করতে সাহায্য করবে।

এই পদক্ষেপগুলি সম্পূর্ণ না করে, রেশন কার্ডধারীরা ছাড়ে সিলিন্ডার পেতে সক্ষম হবেন না। সুতরাং, সুবিধাভোগীদের জন্য প্রক্রিয়াটি সাবধানে অনুসরণ করা জরুরি।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ?

এই পরিবর্তন রাজ্যের অনেক নিম্ন-আয়ের পরিবারকে উল্লেখযোগ্য ত্রাণ দেবে, বিশেষ করে যারা আগে উজ্জ্বলা প্রকল্পের আওতায় ছিলেন না। গ্যাস সিলিন্ডারকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে, সরকার এই পরিবারের জন্য পরিবারের খরচের বোঝা লাঘব করার উপর ফোকাস করছে। আরও বেশি মানুষ যাতে রান্নার গ্যাসের মতো মৌলিক পরিষেবা নিতে পারে, তাও নিশ্চিত করছে সরকার।

সংক্ষেপে বলতে গেলে, রাজস্থান সরকার একটি নতুন নিয়ম চালু করেছে যেখানে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীরা এখন 450 টাকায় এলপিজি সিলিন্ডার পেতে পারেন। এর সুবিধা পেতে, এলপিজি আইডির সাথে তাদের রেশন কার্ড লিঙ্ক করতে হবে এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। তবে, পশ্চিমবঙ্গের নয়, রাজস্থানের মধ্যবিত্ত পরিবারের জন্য রান্নার গ্যাসের খরচ বাঁচানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন