রেশন কার্ড থাকলে এবার সাধারণ গ্রাহকরাও কম খরচে পাবেন গ্যাস সিলিন্ডার। কিভাবে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

lpg-gas-cylinder-will-be-available-for-only-450-rupees-take-advantage-in-this-way

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) এখন আর এক বস্তু নয় সকল পরিবারের এক অংশ হয়ে উঠেছে। আর এর দাম বৃদ্ধি হলে সকল মানুষদেরই সমস্যা হয় (Liquefied Petroleum Gas). নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে, তার ফলে মাসিক খরচের অনেকটাই চলে যায় একজন ব্যক্তির পকেট থেকে। আর এবারে আগামী মাসের শুরুতে এই দাম নিয়ে কি হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Ration Card Holders get LPG Gas just Rupees 450

যদিও কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য সাশ্রীর মূল্যে ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডার দিয়ে থাকেন, তবে সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। আপনার যদি রেশন কার্ড থাকে, তাহলে আপনি মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) পেয়ে যাবেন।

 

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪

সম্প্রতি রাজস্থান সরকার এক নতুন উদ্যোগ নিয়েছেন, আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) কিনতে পারবেন। এত দিন যে সুবিধা শুধুমাত্র বিপিএল কার্ডধারীরা এবং উজ্জ্বলা যোজনা আওতায় থাকা উপভোক্তারা পাচ্ছিলেন, সেই সুবিধা এখন থেকে রেশন কার্ড গ্রাহকরাও পাবেন। রাজ্যের ১ কোটির বেশি পরিবার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় রয়েছে।

৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার

যার মধ্যে ৩৭ লাখ পরিবারকে বিপিএল এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। একটি বিজ্ঞপ্তি জানিয়ে রাজস্থান সরকার জানিয়েছেন যে, রেশন কার্ড গ্রাহকরা ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার (LPG Gas) পেতে পারবেন, তবে তার জন্য আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ৫ ই নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন রেশন কার্ড গ্রাহকরা।

রেশন কার্ডের সাথে এলপিজি আইডির লিঙ্ক করতে হবে। একবার এই লিঙ্কিং সম্পন্ন হলে, আপনি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) জন্য আবেদন করতে পারবেন। আধার কার্ড, গ্যাস ডায়রি (এলপিজি আইডি) এবং রেশন কার্ড, পাসবুক এবং পাসপোর্ট সাইজ ফটো। আবেদনকারীদের তাদের নিকটবর্তী রেশন দোকানে গিয়ে পয়েন্ট অফ সেল (POS) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আপনার এলপিজি আইডির সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। যদি আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন। আপনার রেশন কার্ডের সাথে এলপিজি আইডির লিংক হয়ে গেলে আপনি ৪৫০ টাকা গ্যাস সিলিন্ডার (LPG Gas) কিনতে পারবেন।

উজ্জ্বলা যোজনার আওতায় যেভাবে বছরে ১২ টি সিলিন্ডার পেয়ে থাকেন উপভোক্তারা এবং ৩০০ টাকা ভর্তুকি পান। অনুরূপভাবেই রেশন গ্রাহকরাও ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন এবং তার সাথে ৩০০ টাকা করে ভর্তুকি (LPG Gas) পাবেন। আর এই ভর্তুকির টাকা শুধু রাজস্থানের মানুষরাই নন সকলেই পেয়ে যাবেন। আরও জানতে হলে গ্যাস ডিলারের কাছে গিয়ে যোগাযোগ করে নিতে পারেন।

 

আরো পড়ুন: ‘হলুদ-নিম-লেবুর জলেই ক্যান্সার পরাস্ত’, সিধুর দাবি সঠিক? কি জবাব দিলেন টাটা মেমোরিয়ালের ডিরেক্টর, দেখুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন